ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লক্ষ্য এশিয়া কাপ জয়, সাকিব, মাহমুদুল্লাহ ছাড়া উপস্থিত ছিলেন ২৯ ক্রিকেটার, ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টানা অনুশীলন

নতুন জার্সিতে টাইগারদের অনুশীলন শুরু

প্রকাশিত: ০৭:৩১, ২৮ আগস্ট ২০১৮

নতুন জার্সিতে টাইগারদের অনুশীলন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ কোন সিরিজ বা টুর্নামেন্টের আগে জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতির প্রথম দিনেই থাকে ফিটনেস টেস্ট ও স্ক্রিনিং। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে সোমবার থেকে একইভাবে শুরু হলো ১১ দিনের লম্বা অনুশীলন। অবশ্য মাঝে দু’দিন বিরতি দেয়ার কারণে মাঠের প্রস্তুতিটা হবে ৯ দিন। ৯ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে জাতীয় দল। প্রথম দিনের অনুশীলনেই দেখা গেল নতুন জার্সিতে নেমেছেন ক্রিকেটাররা। কারণ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় দলের মূল স্পন্সর টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবি সড়ে দাঁড়িয়েছে। ৩১ জনের ঘোষিত প্রাথমিক দলের মধ্যে শুধু অনুপস্থিত ছিলেন পবিত্র হজব্রত পালনে ব্যস্ত সাকিব আল হাসান এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) ব্যস্ত মাহমুদুল্লাহ রিয়াদ। এশিয়া কাপের অনুশীলন নিয়ে উদীয়মান পেসার আবু জায়েদ রাহী জানান, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই প্রস্তুত হবেন ক্রিকেটাররা। ২০১২ ও ২০১৬ সালের আসরে রানার্সআপ হওয়া দলকে নিয়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এমন বার্তাই দিয়েছেন সবাইকে। এশিয়া কাপ আগামী ১৫ সেপ্টেম্বর আরব আমিরাতেই দুই ভেন্যু দুবাই ও আবুধাবীতে অনুষ্ঠিত হবে। সেজন্য ৩১ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল আগেই। তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পর প্রায় ১৫ দিনের ছুটি পেয়েছিলেন ক্রিকেটাররা। যদিও ছুটির মধ্যেই অনেকেই ঐচ্ছিক অনুশীলন করেছেন এতদিন। অবশেষে সোমবার সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে মাঠে নেমে পড়লেন সব ক্রিকেটার। ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা এ অনুশীলন শেষে ১১ তারিখেই আরব আমিরাতে রওনা হবেন ক্রিকেটাররা। প্রথম দিনে দুই ধাপে প্রস্তুতি হয়েছে। সকালের প্রথম সেশনে ক্রিকেটারদের ফিটনেস পরিস্থিতি দেখেছেন স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়ণ এবং ফিজিওথেরাপিস্ট টিহান চন্দ্রমোহন। ব্লিপ টেস্ট নিয়েছেন তিনি উপস্থিত ২৯ ক্রিকেটারের। এ বিষয়ে প্রথম সেশন শেষে আবু জায়েদ বলেন, ‘সবার ফিটনেসই ভাল ছিল। ছুটি ভালভাবে কাজে লেগেছে। আজকে ব্লিপ টেস্টেও ভাল করেছে সবাই। সবচেয়ে বেশি ছিল নাজমুল হাসান শান্তর, ১২.৬। আর সবচেয়ে কম ছিল সম্ভবত রুবেল ভাইয়ের, কিন্তু সেটাও ১০’র উপরে। ফিটনেস পরীক্ষা নিয়ে আমি খুশি। কেননা একটা লম্বা সিরিজ পার করে এসেছি আমরা, এরপরে ১৫ দিনের মতো বন্ধ ছিল আমাদের। তো এই পরীক্ষা দিয়ে আমরা সবাই খুশি।’ প্রায় দেড় ঘণ্টার বিরতি দিয়ে শুরু হয়েছে দ্বিতীয় সেশনের অনুশীলন। ফিল্ডিং অনুশীলন। সেখানে মূলত ক্রিকেটারদের শক্তিমত্তার পরীক্ষা এবং মাঠের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার অনুশীলন। সেখানে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে ছিলেন ভিল্লাভারায়ণ। স্ট্রেন্থ ও কন্ডিশনিংয়ের এই অনুশীলন চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এরপরই জাতীয় দলের সঙ্গে দু’দিনের বিরতির সময়ে এসে যোগ হবেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ফিল্ডিং কোচ রায়ান কুক, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি এবং স্পিন কোচ সুনীল জোশী। ১ সেপ্টেম্বর থেকে ব্যাট-বলের স্কিল অনুশীলন শুরু হবে। আর তখনই ১৫ সদস্যের মূল দল ঘোষণা করা হবে এশিয়া কাপের জন্য। ২০১৬ সালের সর্বশেষ এশিয়া কাপ হয়েছিল টি২০ ফরমেটে। দেশের মাটিতে সেবার ফাইনালে উঠেও ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি। তবে এবার লক্ষ্য শিরোপা জয়েরই। ২০১২ এশিয়া কাপেও ওয়ানডে ফরমেটে খেলে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ, সেবার মাত্র ২ রানে হেরেছিল পাকিস্তানের কাছে। এবারও ওয়ানডে ফরমেটে এশিয়া কাপ যেখানে প্রথম পর্বে ‘বি’ গ্রুপে খেলতে হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। জাতীয় দলের লক্ষ্য নিয়ে আবু জায়েদ বলেন, ‘যদি পরিকল্পনা জানতে চান, তাহলে বলব আমরা চ্যাম্পিয়ন হতে চাই। একটু আগে ড্রেসিং রুমে একটা মিটিং হয়েছিল আমাদের মধ্যে। মাশরাফি ভাই বলেছে, সবার মধ্যে বিশ্বাস রাখতে যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আমরা শুধুই অংশগ্রহণ করতে যাচ্ছি না।’ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বরাবরই দলের চেহারা পাল্টে দেয়ার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন। তার সঙ্গে এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন আবু জায়েদ। সেই স্মৃতি রোমন্থন করে তিনি বলেন,‘মাশরাফি ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম সফর ছিল। গায়ানাতে যখন তাকে দেখেছি, অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছিল। উনি আমাদের বিশ্বাস দিয়েছিলেন যে, ‘তোরা যদি বিশ্বাস রাখিস তাহলে তোরা পারবি’। আর আমরা সেটা পেরেছি। এই সিরিজগুলো থেকে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। টি২০ আমি খেলেছি, টেস্টেও খেলা হয়েছে; তো এখান থেকে অভিজ্ঞতা অর্জন করেছি অনেক। আমি ওয়ানডের জন্য চেষ্টা করছি, যেহেতু আমি তিনটা ওয়ানডেই এবার দেখেছি। আশা করি আমি পারব। আমি খুশি কারণ আমি দুই দিকেই বল সুইং করাতে পারি।’
×