ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আজ থাইল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২১, ২৬ আগস্ট ২০১৮

আজ থাইল্যান্ডকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

রুমেল খান ॥ এশিয়ান গেমস হকিতে টানা দুই ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচে শোচনীয় হারের স্বাদ পাওয়া বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় হকি দল আজ টার্ফে নামবে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে। ইন্দোনেশিয়ার গেলোরা বাং কারনো স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় বেলা ৩টায় অনুষ্ঠিত এই ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে থাইল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশ জিততে বেশ আত্মপ্রত্যয়ী। কারণ র‌্যাঙ্কিংয়ের বিচারে তারা থাইল্যান্ডের চেয়ে ১৬ ধাপ এগিয়ে (বাংলাদেশ ৩১, থাইল্যান্ড ৪৭)। এ পর্যন্ত ‘বি’ গ্রুপে ছয় দলের মধ্যে বাংলাদেশ আছে তৃতীয় অবস্থানে। ৩ খেলার ২টিতে জিতেছে। হেরেছে ১ ম্যাচে। পয়েন্ট ৬। ০-৭ গোলে বিধ্বস্ত হয় মালয়েশিয়ার কাছে। জিতে ২-১ গোলে ওমানকে এবং কাজাখস্তানকে ৬-১ গোলে। বাংলাদেশের ওপরে আছে ৯ পয়েন্ট নিয়ে মালয়েশিয়া এবং পাকিস্তান। তবে গোল পার্থক্যে শীর্ষে আছে পাকিস্তান। পয়েন্ট টেবিলের অবস্থা অনুযায়ী বাংলাদেশ এখনও পঞ্চম স্থানের লড়াইয়ে টিকে আছে। বাংলাদেশ দলের কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তি আজকের ম্যাচে জয় নিয়ে টার্ফ ছাড়তে চান। তবে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে হকির আরেক পরাশক্তি পাকিস্তানকে। ওই ম্যাচটি হবে ২৮ আগস্ট। পাকিস্তানের বিপক্ষে জেতাটা অসম্ভব। বাস্তবতাটা মাথায় রেখে তাই পাকিদের বিপক্ষে কম গোল হজমের লক্ষ্য স্থির করেছে টিম বাংলাদেশ। আর থাইদের বিরুদ্ধে জয়ের টার্গেট সেট করেছে। পাকিস্তানের কাছে হেরে গেলে অবশ্য বাংলাদেশকে একধাপ নিচে নেমে যেতে হবে। তখন খেলতে হবে ষষ্ঠ হওয়ার জন্য। অবশ্য আসর শুরুর আগে বাংলাদেশ দল ষষ্ঠ স্থান অধিকারের কথাই ব্যক্ত করেছিল। এশিয়ান গেমসের আগে চলেছিল হকি দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষভাগে প্রতিপক্ষের কৌশল-সামর্থ্য নিয়ে চলেছিল কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তির বিশ্লেষণ। প্রতিপক্ষের ছক মাথায় রেখেই প্রস্তুতি সেরেছিলেন জিমি-চয়নরা। মনস্তাত্ত্বিক দিক থেকে উন্নতি এলেও জিমিদের ফিটনেস নিয়ে পুরো সন্তুষ্ট ছিলেন না কোচ। এশিয়ান গেমসের আগে প্রস্তুতি ম্যাচে ছিল না কোন উল্লেখযোগ্য অর্জন। তবে সময়ের সঙ্গে দ্রুত উন্নতি এসেছিল পারফর্মেন্সে। নতুন কোচের (অবশ্য এর আগেও স্বল্পমেয়াদে একবার কোচ ছিলেন বাংলাদেশ দলের) অধীনে পালটে যায় জিমিদের বডি ল্যাংগুয়েজ। সময়ের সঙ্গে উন্নতি করেছেন জিমি-চয়নরা। তবে এশিয়ান গেমসের পরিসর বিবেচনায় সন্তুষ্ট নন কোচ কৃষ্ণমূর্তি। মনস্তাত্ত্বিক দিক থেকে পরিবর্তন এলেও তবে ফিটনেস নিয়ে হতাশা আছে লাল-সবুজ কোচের। দল গোছানোর জন্য মাত্র দুই মাস সময় পেয়েছেন তিনি। কিন্তু এই সময়ের মধ্যে এশিয়ান গেমসের জন্য পুরো প্রস্তুতি শেষ করতে পারেননি। তারপরও তিনি যেটা চেষ্টা করেছেন- অগ্রাধিকার ভিত্তিতে অনুশীলনে কাজ করেছেন। প্রস্তুতি ম্যাচে নতুনদের শিখিয়েছেন দায়িত্ব নিতে। শেষ মুহূর্তে কাটাছেঁড়া করেছেন প্রতিপক্ষের সামর্থ্য নিয়ে। তাদের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করেই চালান অনুশীলন। কোচ দলের সিনিয়রদের ওপর অতি-নির্ভরতা কমানোর চেষ্টা করেছেন। লক্ষ্য ছিল দলে ভারসাম্য আনা। ভারত-কোরিয়া সফরের পর নতুনরা আরও আত্মবিশ্বাসী হয়েছেন। টেকনিক্যালি-ট্যাক্টিকালি তারা উন্নতি করেছেন। যারই ফল এশিয়ান গেমসে এখন পর্যন্ত দুটি ম্যাচে জয়। থাইদের হারিয়ে সংখ্যাটাকে আজ তিনে উন্নীত করা যাবে কী?
×