ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে ড্রাগন সোয়েটার

প্রকাশিত: ০৪:২৮, ২০ আগস্ট ২০১৮

 দরপতনের শীর্ষে ড্রাগন সোয়েটার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার টপটেন লুজার বা দর কমার তালিকায় শীর্ষে উঠে এসেছে ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭.৪১ শতাংশ কমেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর রবিবার সর্বশেষ ৩৫ টাকায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানির ৭৪৪ বারে ১৪ লাখ ৬৩ হাজার ৪৮৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪ কোটি ৯৮ লাখ টাকা। এছাড়া লুজার তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমে সর্বশেষ ৭৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩৬ বারে ৫ হাজার ৪৫৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৪ লাখ টাকা। লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পেনিনসুলা, আনোয়ার গ্যালভানাইজিং, কে এ্যান্ড কিউ, মেঘনা কনডেন্স মিল্ক, প্রভাতি ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, আজিজ পাইপস ও এ্যাপেক্স ফুডস লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×