ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ক্রীড়াঙ্গনে আয়োজন

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে ক্রীড়াঙ্গনে আয়োজন

স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল বুধবার ছিল ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার মতিঝিলস্থ বাফুফে ভবনে কোরানখানি এবং বাদ যোহর এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে। কোরানখানি এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাফুফে সদস্য ইকবাল হোসেন, ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী, বাফুফে সদস্য ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিসিবিতে বঙ্গবন্ধু স্মরণ ॥ শোকের মাস আগস্ট। শোক দিবস ১৫ আগস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) শোক দিবস পালিত হয়। বুধবার শোক আর বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়। মহান এই নেতার ৪৩তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিসিবি। দুপুরে এই শোকসভায় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোকসভা ও আলোচনা অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘১৫ আগস্টের চেয়ে শোকাবহ দিন আর নেই। এমন নিষ্ঠুর, বর্বরোচিত হত্যাকা আর হয়নি বাংলাদেশে। সারাদেশ আজ শোক দিবস পালন করছে। আমরাও করছি। আগেও করেছি। তবে বড়সড়ভাবে বিসিবিতে করা হয়নি। আমরা সবসময় মিলাদ পড়িয়েছি। এবার ভালভাবেই করতে চেয়েছি সবাই মিলে। এত মানুষ নিয়ে আমরা যে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি সেটা দেখে ভাল লেগেছে। দোয়া করতে পেরেছি। সেটিই বড় কথা।’ অনুষ্ঠানে বিসিবি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দীন চোধুরী সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক ক্রিকেটার আকরাম খান, মিডিয়া কমিটির প্রধান মোহাম্মদ জালাল ইউনুস এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকসহ বিসিবি’র পরিচালক, কর্মকর্তা ও কর্মচারীরা।
×