ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রতিপক্ষ আজ থাইল্যান্ড

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ আগস্ট ২০১৮

বাংলাদেশের প্রতিপক্ষ আজ থাইল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস ফুটবলে কিছু প্রাপ্তির আশায় ইন্দোনেশিয়ায় যায়নি বাংলাদেশ জাতীয় যুব (অ-২৩) ফুটবল দল। গেছে অভিজ্ঞতা অর্জন করতে। সেই অভিজ্ঞতা অর্জন অবশ্য চলছে সেই ১৯৭৮ ব্যাংকক এশিয়ান গেমস থেকেই। মাঝে দুটি আসর (১৯৯৪ ও ১৯৯৮) ছাড়া ফুটবলে নিয়মিতই অংশ নিয়ে আসছে। গেমস ফুটবলে এ পর্যন্ত ২৩ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ। বাকি ২০টিতেই পেয়েছে হারের স্বাদ। সর্বশেষ জয়টি এসেছে গত ২০১৪ এশিয়ান গেমসে, আফগানিস্তানের বিপক্ষে, ১-০ গোলে। এবারও বাংলাদেশের এশিয়ান গেমসে অংশগ্রহণ মূলত ঘরের মাঠে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি হিসেবেই। এই দুই টুর্নামেন্টের আগে এশিয়ান গেমসে দলকে পরখ করার সুযোগ পাচ্ছেন কোচ জেমি ডে। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হার দিয়ে শুরু করা বাংলাদেশ আজ মাঠে নামবে দ্বিতীয় ম্যাচ খেলতে। প্রতিপক্ষ থাইল্যান্ড। সিবিনংয়ের পাকানসারি স্টেডিয়ামে সেখানকার স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। এর আগে থাইল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করে রুখে দিয়েছে শক্তিশালী কাতারকে। এই আসরের মূলপর্ব আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। তবে ফুটবল ইভেন্ট আগেই শুরু হয়েছে। প্রথম ম্যাচ হারায় মূলপর্বে যাওয়া বেশ কঠিনই হয়ে গেছে বাংলাদেশের জন্য। এশিয়ান গেমস ফুটবলে উজবেকিস্তানের কাছে হারের হ্যাটট্রিক করলো বাংলাদেশ। ২০১০ সালে গুয়াংজু, ২০১৪ সালে ইনচনের পর এবার হারলো জাকার্তা এশিয়ান গেমসে। মজার ব্যাপারÑ আগের দুই আসরেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই বাংলাদেশের ডাগআউটে আন্তর্জাতিক অভিষেক হয়েছে ব্রিটিশ কোচ জেমি ডে’র। যদিও গেমসের আগে তার অধীনে ৫টি প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। এর ২টিতে জয়, ২টিতে ড্র এবং একটিতে হারে বাংলাদেশ। এশিয়ান গেমসের আগে বাংলাদেশ প্রথমে কাতার ও পরে দক্ষিণ কোরিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা ॥ এশিয়ান গেমস উদ্বোধনের আগেই শুরু হয়েছে ফুটবলের প্রাথমিক রাউন্ডের গ্রুপপর্বের খেলা। আজ থাইল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার আগে আজ বুধবার আয়োজক দেশটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। সম্প্রতি কয়েকদফা ভূমিকম্পের কারণে ব্যাপক প্রাণহানি ও ক্ষতিসাধন হয়। তাই আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে এশিয়াডের প্রথম ম্যাচের ম্যাচ ফি’র পুরোটাই ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়Ñ ইন্ড্রি ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করছে। দলের পক্ষ থেকে তাদের সহায়তায় অর্থ তুলে দেয়া হয়েছে। এ সময় দলের ইংলিশ কোচ জেমি ডে, ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, সহকারী কোচ মাহবুব হোসেন রক্সিসহ খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১৯ আগস্ট বাংলাদেশ বেকাসির প্যাট্রিয়ট স্টেডিয়ামে নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচটি খেলবে কাতারের সঙ্গে। ২৫টি দেশ এবার এশিয়ান গেমসের ফুটবলে অংশ নিয়েছে। দলগুলো ৬টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। গ্রুপ থেকে দুটি করে দল সরাসরি নকআউট রাউন্ডে যাবে। আর ৬টি গ্রুপের তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দল উঠবে প্রি-কোয়ার্টার ফাইনালে।
×