ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ্যাপসে বঙ্গবন্ধুর ইতিহাস

প্রকাশিত: ০৬:০২, ১৬ আগস্ট ২০১৮

এ্যাপসে বঙ্গবন্ধুর ইতিহাস

জান্নাতুল মাওয়া সুইটি ॥ বাংলাদেশের প্রতিষ্ঠাতা যিনি, যার বজ্রকণ্ঠ আজও আমাদের হৃদয়ে উচ্চারিত হয় ক্ষণে ক্ষণে, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাকে আমরা যুগ যুগ ধরে বুকে ধারণ করি, যার নিরলস চেষ্টা আর বুক ভরা ভালবাসায় আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। কিন্তু এদেশের তরুণ প্রজন্ম কি আদৌ জাতির পিতা সম্পর্কিত সঠিক ইতিহাস জানি! বই পড়ে কিংবা বড়দের মুখ থেকে শুনেই মূলত তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনা অন্তরে ধারণ করছে। তবে ভবিষ্যৎ প্রজন্মকে আরও জানতে হবে এদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুকে। তার স্বপ্নের সোনার বাংলা তো গড়বে এসব তরুণরাই। ডিজিটাল এই যুগে এখন আর কষ্ট করে বইয়ের পাতায় মুখ ডুবিয়ে থাকতে হবে না কাউকেই। হাতের মুঠোয়ই তো রয়েছে এখন ইতিহাস জানার সুযোগ। আর তাইতো বঙ্গবন্ধু এবং তাঁর ঐতিহাসিক জীবনকে আমাদের সামনে তুলে ধরতে এসেছে বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন এ্যাপ। এ সব এ্যাপ আপনারা সহজেই আপনাদের স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এ্যাপে বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তৃতা বিশ্লেষণ ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ইতিহাসে যুগান্তকারী ভাষণগুলোর একটি। বাঙালীর মুক্তির পথ তৈরিতে নির্মাণে অনন্য-দূরদর্শী ভাষণ এটি। এ ভাষণের অডিও ও রঙিন ভিডিও সংস্করণ মিলবে ‘৭ মার্চের বক্তৃতা বিশ্লেষণ’ এ্যাপে। এ্যাপটিতে ৭ মার্চের ভাষণকে ১২ ভাষায় অনূদিত করে প্রকাশিত ‘পয়েন্ট অব পলিটিক্স’ বইটির ই-বুকও পড়া যাবে। এ ছাড়া এতে জাতির পিতার ৭ মার্চের ভাষণ থেকে নির্বাচিত ২৬টি বাক্য নিয়ে তা বিশ্লেষণ পড়া যাবে। এসব বাক্য বিশ্লষণ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ মুস্তফা নুরউল ইসলাম, খ্যাতিমান লেখক আব্দুল গাফফার চৌধুরী, প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামান, প্রফেসর মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ডাঃ এস এ মালেক, সেলিনা হোসেনসহ মোট ২৬ জন প্রতিথযশা লেখক-চিন্তাবিদ। এ্যাপে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ॥ ২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তার কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলো অতি পুরনো, পাতাগুলো জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলো পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে থাকা অবস্থায় লেখা শুরু করেন। কিন্তু শেষ করতে পারেননি। পরবর্তীতে এই লেখাগুলো বই আকারে প্রকাশিত হয়। আপনার কাছে প্রিন্ট বইটা না থাকলেও অসুবিধা নেই। হাতে স্মার্টফোন থাকলেই কয়েক সেকেন্ডেই বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ডাউনলোড করতে পারেন। এছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে ইউটিউবে রয়েছে নানা ভিডিও। এছাড়া মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পাতায় রয়েছে শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড-জন্ম-মৃত্যু পর্যন্ত ইতিহাস ॥ এটি একটি জনপ্রিয় এ্যাপ। এতে বঙ্গবন্ধুর জন্ম থেকে শুরু করে বিভিন্ন কর্মজীবন এবং মৃত্যু পর্যন্ত বিষয়ের উল্লেখ রয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন অংশে বিষয়গুলোর উল্লেখ আছে। বিষয়গুলো হলো-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, শেখ মুজিবের হত্যাকাণ্ড: রাজনৈতিক উদ্দেশ্য কী ছিল?, ১৫ আগস্ট যারা নিহত হয়েছিলেন, শেখ মুজিব সপরিবারে হত্যার পর ৩২নং রোডের বাড়ির ভেতরের দৃশ্য কেমন ছিল, যেভাবে দাফন করা হয় বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর দাফন, জানাজা ও কবর: কেন তার জানাজায় মাত্র ৩৫ জন উপস্থিত ছিল, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী রাজনীতি, ইতিহাসের নৃশংসতম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ঘাতক চক্রের ভূমিকা, বঙ্গবন্ধুর ৫ খুনীর ফাঁসি, বঙ্গবন্ধুর ছয় খুনী কোথায়, যেভাবে পিতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সম্পর্কে জেনেছিলেন শেখ হাসিনাÑ এ সবের উল্লেখ আছে এই এ্যাপটিতে। কারাগারের রোজনামচা ॥ কারাগারের রোজনামচা শেখ মুজিবুর রহমানের রচিত একটি গ্রন্থ সঙ্কলন। গ্রন্থটির নামকরণ করেন শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানা। শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকীতে ২০১৭ সালে গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ঘটনাবহুল জেল-জীবনচিত্র এ গ্রন্থে স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জেল-জীবন, জেল-যন্ত্রণা, কয়েদিদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিল, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, কারাগারে আওয়ামী লীগ নেতা-কর্মীদের দুঃখ-দুর্দশা, গণমাধ্যমের অবস্থা, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতন, ৬ দফার আবেগকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, কারাগারে পাগলদের সুখ-দুঃখ, হাসি-কান্নাসহ মোট সাতটি ভাগে এই বইটি তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু বায়োগ্রাফি ॥ এটা পুরোপুরি ইংরেজীতে একটি এ্যাপ। এখানে মোট ১১টি অংশে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে সূচনা, ব্যক্তিজীবন, শিক্ষাজীবন, রাজনীতির আগের জীবন, তার আগের বিভিন্ন পদক্ষেপ, স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধের পরে দেশে প্রত্যাবর্তন এবং দেশ পুনর্গঠন, বঙ্গবন্ধুর মৃত্যু, তার বিভিন্ন ভাষণ এবং বক্তব্য আর ছবি দিয়ে এ্যাপটি সাজানো হয়েছে।
×