ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাকিব এখন কী করবেন?

প্রকাশিত: ০৭:০৮, ১১ আগস্ট ২০১৮

  সাকিব এখন কী করবেন?

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তেই যিনি সমস্যার জন্য ব্যাটিং ঠিকমতো করতে পারেন না, ওয়ানডেতে তিনি কিভাবে ব্যাটিং ঠিকমতো করবেন? বলা হচ্ছে, সাকিব আল হাসানের কথা। যিনি এশিয়া কাপের আগেই আঙ্গুলে অস্ত্রোপচার করাতে চান। আঙ্গুলের সমস্যার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ সিরিজেও তার সমস্যা হয়েছে। ইনজেকশন নিয়ে ব্যথা দূর করে খেলতে হয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন চান এশিয়া কাপে খেলুক সাকিব। এখন কী করবেন সাকিব? সাকিবের এশিয়া কাপে খেলা নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল। বলেছিল যে হাতে অপারেশন করাতে হবে। হেড কোচও ওখান থেকে ফোন করেছিল। কারণ যে স্ট্রেংথ ওর দরকার, সেটা পাচ্ছে না ব্যাটিংয়ে। ইনজেকশন নিয়ে খেলছে। কিন্তু অপারেশন হলে অন্তত ছয় সপ্তাহের বিরতি দরকার। এত লম্বা বিরতি পাওয়াটা কঠিন। প্রথম চেষ্টা করা হচ্ছে যদি কোন খেলার মাঝখানে ওকে বিরতিটা দেয়া যায়। আর তা না হলে একটা খেলাই বাদ দিতে হবে। যেটা ওকে ছাড়া খেলা আমরা চিন্তাই করতে পারছি না।’ সঙ্গে সাকিবের অস্ত্রোপচার নিয়ে যোগ করেন, ‘এশিয়া কাপের আগেও হতে পারে, পরেও হতে পারে। জিম্বাবুইয়ে সিরিজের সময় হতে পারে। কোচের সঙ্গে যে কথা হয়েছে, ও বলেছে এশিয়া কাপের কথাই। আমি বলেছি, এশিয়া কাপের চেয়ে ভাল হয় আমরা জিম্বাবুইয়ে সিরিজের সময় করি। নতুন কিছু ক্রিকেটারও দেখতে পারব আমরা। ওটাতে আমার মনে হয় ভাল হবে। এশিয়া কাপ এমনিতেই এবার কঠিন হবে। তার ওপর সাকিবের মতো একজন ক্রিকেটার না খেললে দলের মানসিক অবস্থা আরও দুর্বল হয়ে যেতে পারে। তারপরও আরও কথা হবে। আজ-কালকের মধ্যে সাকিবের সঙ্গে কথা বলব। আমার মনে হয়, অন্য সময় করাটাই ভাল হবে।’ সাকিব অবশ্য চান এশিয়া কাপের আগেই করতে। তাহলে এশিয়া কাপ খেলা হবে না সাকিবের। ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে সাকিব বলেছেন, ‘খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে (অস্ত্রোপচার)।’ সঙ্গে যোগ করেন, ‘ফিজিও ভাল বলতে পারবে। এটা তো সবাই আমরা জানি এখন যে সার্জারি করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায় করলে ভাল হয়, কবে করলে ভাল হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভাল। চাই না যে ফুল ফিট না থেকে খেলতে। কাজেই সেভাবে যদি চিন্তা করি এশিয়া কাপের আগে হবে এটাই নরমাল।’ অস্ত্রোপচার এশিয়া কাপের আগে হলে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজও হুমকির মধ্যে পড়ে যেতে পারে। অস্ত্রোপচার হলে যে দুইমাস মাঠের বাইরে থাকতে হবে। এশিয়া কাপ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। জিম্বাবুইয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। অক্টোবরের ২১ তারিখ প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ২৪ ও ২৬ অক্টোবর পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। ৩ নবেম্বর থেকে প্রথম টেস্ট শুরু হবে। এরপর দ্বিতীয় টেস্ট ১১ নবেম্বর থেকে শুরু হবে। সবমিলিয়ে ১৫ নবেম্বর সিরিজ শেষ হবে। অস্ত্রোপচার হলে নিশ্চয়ই এত দ্রুত হয়ে যাবে না। আরও কিছুদিন সময় লাগবে। সেটি এ মাসের শেষদিকেও হতে পারে। তাই যদি হয় তাহলে অস্ত্রোপচারের পর দুইমাস সময় লাগবে সাকিবের মাঠে ফিরতে। দুইমাস মানে অক্টোবরের শেষ সময় পর্যন্ত সাকিব খেলতে পারবেন না। ততদিনে এশিয়া কাপ শেষ হবে। জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও শেষ হয়ে যাবে। জিম্বাবুইয়ের বিপক্ষে নবেম্বরে টেস্ট সিরিজে ফিরতে পারেন সাকিব। আর এশিয়া কাপে খেলে অস্ত্রোপচার করলে অক্টোবর ও নবেম্বর দুইমাস মাঠের বাইরে থাকবেন সাকিব। সেক্ষেত্রে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবেন না সাকিব। তবে ওয়ানডে সিরিজ থেকে ঠিকই খেলতে পারবেন। গত তিন এশিয়া কাপ আসরের মধ্যে দুই আসরেই ফাইনালে খেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে ভাল সম্ভাবনা থাকে বাংলাদেশের। এ টুর্নামেন্টে দলের আশাও থাকে। এখন দেখা যাক, বিসিবি সভাপতি যেন চান সাকিব এশিয়া কাপে খেলুক তা হয় কিনা। সাকিব এখন কী করবেন? তা সময়ই বলে দেবে।
×