ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা শেষে লঙ্কান টি২০ দলে চান্দিমাল

প্রকাশিত: ০৭:০৭, ১১ আগস্ট ২০১৮

  নিষেধাজ্ঞা শেষে লঙ্কান টি২০  দলে চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার ॥ দীনেশ চান্দিমাল বল টেম্পারিং করেছিলেন? গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে এমন অভিযোগই উঠেছিল। এরপর সেই ম্যাচে চান্দিমালসহ কোচ চান্দিকা হাতুরাসিংহে এবং ম্যানেজার আসঙ্কা গুরসিংহে দুই ঘণ্টা ধরে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছিলেন। সে জন্য এ তিনজনকেই ম্যাচে থাকার নিষেধাজ্ঞা দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৩ টেস্ট ও ৪ ওয়ানডের নিষেধাজ্ঞা ইতোমধ্যেই কাটিয়ে উঠেছেন চান্দিমাল। তবে পঞ্চম ও শেষ ওয়ানডেতে তাকে ফেরায়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিন্তু এক টি২০ ম্যাচের জন্য চান্দিমালকে নিয়েই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন চান্দিমাল। সে জন্যই তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ টেস্ট অধিনায়ক তাই তৃতীয় টেস্ট খেলতে পারেননি। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ এবং প্রথম ৪ ওয়ানডে খেলতে পারেননি তিনি। তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছিলেন। রবিবার পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে আর কোন সমস্যা নেই তার। এরপরও সে ম্যাচে রাখা হয়নি তাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি২০ ম্যাচের জন্য ঘোষিত দলে নেয়া হয়েছে ২৮ বছর বয়সী চান্দিমালকে। শ্রীলঙ্কা টি২০ স্কোয়াড ॥ এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দাসুন শানাকা, কুসাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুসাল মেন্ডিস, থিসারা পেরেরা, শিহান জয়সুরিয়া, শিহান মাদুশঙ্কা, লাহিরু কুমারা, দীনেশ চান্দিমাল, আকিলা ধনঞ্জয়া, জেফরি ভ্যানডারসারি, লক্ষণ সান্দাকান এবং বিনুরা ফার্নান্দো।
×