ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠিকানা বদল করছেন না মডরিচ, পোগবারা

প্রকাশিত: ০৭:০২, ৮ আগস্ট ২০১৮

ঠিকানা বদল করছেন না মডরিচ, পোগবারা

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপের পর গুঞ্জন আছে বর্তমান ঠিকানা বদলাতে পারেন পল পোগবা ও লুকা মডরিচ। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পোগবা ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। আর রিয়াল মাদ্রিদ সুপারস্টার মডরিচের দেশ ক্রোয়েশিয়া রানার্সআপ হয়েছে। তাছাড়া সে নিজে হয়েছে বিশ্বকাপের সেরা খেলোয়াড়। বিশ্বকাপের পর দু’জনের দল ছাড়ার আলোচনা চলছে। তবে মডরিচ কোথাও যাচ্ছেন না এটি প্রায় নিশ্চিত। পোগবার ক্ষেত্রেও একই কথা বলা যায়। তারকা এই মিডফিল্ডারকে সবাই প্রিমিয়ার লীগ জয়ের জন্য মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। সর্বশেষ এমন কথা বলেছেন, ম্যানইউর সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড। সাবেক ইংলিশ তারকা বলেন, পোগবার এখন খেলায় মনোযোগ দেয়া উচিত। গত মৌসুমটা ওর ভাল কাটেনি। এবার উচিত বিশ্বকাপের ফর্মটা ক্লাবে আনা। আর অন্যদেরও বোঝা উচিত, পোগবা বিক্রির জন্য নয়। অন্যদিকে ইতালিয়ান ক্লাবগুলোর মডরিচকে নেয়ার স্বপ্নও পূরণ হচ্ছে না। রিয়ালের স্বপ্নের গ্যালাক্টিকোস ভাঙ্গা শুরু হয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসে পাড়ি জমানো দিয়ে। এখন গুঞ্জন মডরিচকে নিয়েও। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান খুব আগ্রহী ক্রোয়েশিয়ার অধিনায়ককে পেতে। ক্রোয়েট মিডফিল্ডারেরও নাকি আগ্রহ আছে এই দলবদলে। যদিও লস ব্লাঙ্কোস সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ সাফ জানিয়ে দিয়েছেন, বাইআউট ক্লজ ৭৫০ মিলিয়ন ইউরোর এক ইউরো কমে ছাড়া হবে না মডরিচকে। এমন অবস্থায় মডরিচকে আটকে রাখতে বোঝানো ছাড়া আর কোন পথ দেখছেন না রিয়াল ফুটবলার লুকাস ভাসকেজ। প্রয়োজন দলের সবাই মিলে তাকে রিয়ালে তার গুরুত্ব বোঝানোর চেষ্টা করবেন বলেও জানিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড। ভাসকেজ বলেন, আমরা সবাই শান্ত আছি। মডরিচ আমাদের সঙ্গেই আছে। সে যে এখানেই খেলবে এ বিষয়ে কোন সন্দেহ নেই আমার। দিনকয়েক হলো বেয়ার্ন মিউনিখ ছেড়ে বার্সিলোনায় এসেছেন চিলিয়ান তারকা আর্টুরো ভিদাল। কাতালান শিবিরে উচ্ছ্বসিত এই মিডফিল্ডার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন দেখছেন। মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিন বছরের চুক্তি হয় বার্সার সঙ্গে। এরপর বার্সিলোনার খেলোয়াড় হিসেবে হাজির হন ভিদাল। বেয়ার্ন মিউনিখে তিনটি মৌসুম কাটানো এই মিডফিল্ডারের বাইআউট ক্লজ ৩০ কোটি ইউরো বলে জানান বার্সিলোনা সহ-সভাপতি জর্ডি মস্ত্রে। চ্যাম্পিয়ন্স লীগ জেতা ছাড়াও লিওনেল মেসির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন ভিদাল। তিনি বলেন, মেসির মুখোমুখি হওয়াটা দারুণ কিছু। কারণ আপনাকে ইতিহাসের সেরা খেলোয়াড়ের সঙ্গে লড়তে হয়। আর এখন আমি তার দলে। আশাকরি আমি তার মানের হতে পারব। আমাদের এখানে বিশ্বের সেরা খেলোয়াড়রা আছে। আমি অনেক দলে খেলেছি আর এখন সেরা দলে এসেছি। এটা নতুন একটা চ্যালেঞ্জ। বার্সিলোনায় আসাটা বেয়ার্ন মিউনিখে আসার চেয়ে বড় একটা পদক্ষেপ। আশাকরি দলকে শিরোপা জেতাতে আমি সহায়তা করতে পারব। শিরোপা জিততে আমি ক্ষুধার্ত। এটা একটা স্বপ্ন। আমার লক্ষ্যগুলো অর্জন করতে পারব বলে আমি আশাবাদী। সম্ভাব্য সব শিরোপা জিততে আমি এখানে এসেছি। এদিকে বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবাউট কুর্তোয়া চেলসির অনুশীলন থেকে নিজেকে দূরে রাখছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, বেলজিয়াম গোলরক্ষক রিয়ালে যোগ দেয়ার পথে আছেন। ব্লুজদের সঙ্গে কুর্তোয়ার চুক্তি হয় ২০১১ সালে। এরপর ধারে এ্যাটলেটিকো মাদ্রিদেও খেলেছেন। রাশিয়া বিশ্বকাপ তাকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তার দক্ষতায় ভর করে বেলজিয়াম এবার তৃতীয় হয়। অন্যদিকে চেলসিতে খেলা চালিয়ে যাবেন বলে বার্সিলোনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ব্রাজিলের উইলিয়ান। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ২৯ বছর বয়সী এই উইঙ্গার চেলসিতে অনেকদিন ধরে খেলছেন। চলতি বছর দলবদলের ভিড়ে শোনা যায় বার্সা তাকে পেতে চাইছে। এতদিন বাদে নিজেই সেটি নিশ্চিত করেছেন।
×