ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলির ভারতই পারবে, বিশ্বাস সৌরভের

প্রকাশিত: ০৭:১৪, ৭ আগস্ট ২০১৮

কোহলির ভারতই পারবে, বিশ্বাস সৌরভের

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টনে ১৪৯ ও ৫১ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩১ রানে হেরে গেছে সফরকারীরা। গ্রেট সৌরভ গাঙ্গুলীর বিশ্বাস এই ভারতের পক্ষে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানো সম্ভব, এজন্য দায়িত্বটা ব্যাটসম্যানদের নিতে হবে বলেও মনে করেন সাবেক অধিনায়ক, ‘এটা পাঁচ ম্যাচের সিরিজ, আমার মনে হয় কোহলির নেতৃত্বাধীন এই দলের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। এজন্য প্রথমেই ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। অজিঙ্কা রাহানে আর মুরলী বিজয়ের মতো অভিজ্ঞদের আলাদা রকমের দৃঢ় সঙ্কল্প দেখাতে হবে। কারণ আগেও ওরা এই পরিস্থিতিতে রান করেছে।’ সৌরভের দৃঢ় বিশ্বাস, ইংল্যান্ডে চিরায়ত ব্যর্থতার ইতিহাস কোহলির হাত ধরেই বদলে যাবে। ক্রিকেট মক্কা লর্ডসে বুধবার শুরু দ্বিতীয় টেস্ট। এজবাস্টনে অধিনায়ক কোহলি ছাড়া আর কেউই বিশেষ কিছুই করে উঠতে পারেননি। সৌরভ বলেন, ‘যদি আপনি টেস্ট জিততে চান, তাহলে সব ব্যাটসম্যানদেরই রান করতে হবে। বিরাট দুর্দান্ত ইনিংস খেলেছে, না হলে ভারত দ্বিতীয় দিনই ম্যাচ থেকে ছিটকে যেত।’ মাইকেল ভনসহ অনেক সাবেক তারকা বলেছেন, তৃতীয় দিনে সুপার কোহলি শেষ পর্যন্ত টিকে থাকলে ভারত ম্যাচটা জিতে যেত। সৌরভ সেটি মানতে রাজি নন, ‘আমার মনে হয় না যে কাহলি একাই এই হারের জন্য দায়ী। যদি আপনি অধিনায়ক হন তাহলে আপনাকে এই হারের জন্য অভিনন্দন জানানো হবে। যেমনটা আপনাকে জয়ের জন্য জানানো হয়। এই অবস্থায় কোহলির জন্য একটাই আলোচনা হতে পারে যে, ও লাগাতার রান করে অন্য ব্যাটসম্যানদের বাদ পড়ার হাত থেকে বাঁচাচ্ছে। ও অন্য ধাঁচের। একটু সমর্থন পেলে একাই পার্থক্য গড়ে দেবে।’ তিনি আরও যোগ করেন,‘আমি যখন বিরাটকে ভারতের হয়ে খেলতে এবং আর অধিনায়কত্ব করতে দেখি, মনে হয় যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা রাখে সে। কারণ মাঠে ও একজন প্রকৃত যোদ্ধা। হ্যাঁ, ২০১১ এবং ২০১৪ সফরে দুটি সিরিজে পারেনি। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। ওদের সামনে অনেক বড় সুযোগ রয়েছে।’ এজন্য প্রথমে ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে সেটি আবারও স্মরণ করিয়ে দেন সৌরভ, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত বোর্ডে কত রান তুলছে? যখন আমি অধিনায়ক ছিলাম, অনিল কুম্বলে আমাকে বলত যদি তুমি আমাকে বোর্ডে ৫০০ রান দাও তাহলে আমরা তোমাকে ম্যাচ জিতিয়ে দেব। বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, মুরালী বিজয়, লোকেশ রাহুলÑ এদের এই তথ্যের ওপর বিচার করতে হবে যে, কম সে কম ৪৫০-৫০০ রান কিভাবে তুলব। তাহলেই ম্যাচ জয়ের সুযোগ তৈরি হবে।’ সুপার কোহলির ব্যাটিং প্রসঙ্গে সাবেক অধিনায়কের ভাষ্য,‘শেষ দুই সফরে ও ভাল স্কোর করতে পারেনি তাই ও এবার শুরু থেকেই সেটা পুষিয়ে দিতে চাইছে! ২০১৪Ñএর কোহলি আর ২০১৮-এর কোহলি এক নয়। আমার মনে হয় ও এবার ধারবাহিক রান পাবে। ফুট ওয়ার্ক এবং ব্যাটের মুভমেন্টে অনেক উন্নতি হয়েছে। শুরুর দিকে একটু সাবধান থাকতে হবে।’
×