ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই আমান কটনের দর বেড়েছে ৮৯.২৫ শতাংশ

প্রকাশিত: ০৬:৩৬, ৭ আগস্ট ২০১৮

প্রথম দিনেই আমান কটনের দর বেড়েছে ৮৯.২৫ শতাংশ

বস্ত্র খাতের নতুন কোম্পানি আমান কটন ফেব্রিক্সের লেনদেনের প্রথম দিনেই ৮৯.২৫ শতাংশ বা ৩৫ টাকা ৭০ পয়সা দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির ৬০ টাকা দরে লেনদেন শুরু হলেও দিনশেষে ৭৫ টাকা ৭০ পয়সায় লেনদেন শেষ হয়। কোম্পানিটি ৩৫ হাজার ৪০৬ বারে ৭০ লাখ ৮৪ হাজার ২৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০০ কোটি ৮৩ লাখ টাকা। বাজারে কোম্পানিটির মোট ১০ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার আছে। উল্লেখ্য, আমান কটন সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথমে ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×