ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া সঞ্চয় অফিসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন

প্রকাশিত: ০৪:৪১, ৬ আগস্ট ২০১৮

 বগুড়া সঞ্চয় অফিসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাতীয় সঞ্চয় অধিদফতরের বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোতে গ্রাহকরা শীঘ্রই অটোমোশন যন্ত্রের মাধ্যমে ঘরে বসেই সঞ্চয়ে বিনিয়োগ করতে পারবেন এবং সঞ্চয়ের লভ্যাংশ স্বয়ংক্রিয়ভাবে তাদের ব্যাংক হিসাবে পাবেন। রবিবার সকালে বাংলাদেশ ব্যাংক বগুড়ার সম্মেলন কক্ষে বগুড়া অঞ্চলের আওতাধীন বাণিজ্যিক ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় অফিসসমূহের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় সঞ্চয় অধিদফতরের মহাপরিচালক সামছুন্নাহার বেগম এ কথা বলেন। তিনি এই অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি। স্বাগত বক্তব্যে বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম বলেন গেল অর্থবছরে (২০১৭-১৮) বগুড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি অর্জিত হয়েছে। যে হার প্রায় ১৪৭ শতাংশ। গেল অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রির টার্গেট ছিল ১শ’ ৬০ কোটি টাকা। অর্জিত হয়েছে ২শ’ ৩১ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা। একই সময়ে বিনিয়োগের সংখ্যা ৪ হাজার ৯শ’ ২০। জাতীয় সঞ্চয় অধিদফতরের ব্যবস্থাপনায়, বাংলাদেশ ব্যাংক বগুড়ার সহযোগিতায় ও বগুড়া সঞ্চয় অফিস/ব্যুরোর আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস, মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, ডাক অধিদফতর ঢাকার পরিচালক (সঞ্চয় ও বীমা) মোঃ ফরিদ আহমেদ। সভাপতিত্ব করেন জাতীয় সঞ্চয় অধিদফতর ঢাকার উপ-পরিচালক মোঃ সারওয়ার হোসেন তুহিন। অনুষ্ঠানে বগুড়া, জয়পুরহাট গাইবান্ধা জেলার বিভিন্ন রাষ্ট্রায়াত্ত ও বেসরকারী ব্যাংক, ডাকঘর ও সঞ্চয় অফিসের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
×