ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমিউনিটি শিল্ডের ফাইনাল আজ

ওয়েম্বলিতে চেলসি-ম্যানচেস্টার সিটি মহারণ

প্রকাশিত: ০৭:৩৩, ৫ আগস্ট ২০১৮

ওয়েম্বলিতে চেলসি-ম্যানচেস্টার সিটি মহারণ

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কমিউনিটি শিল্ডের ফাইনাল আজ। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চেলসির মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়ী ম্যানচেস্টার সিটি। শিরোপা জয়ের লড়াইয়ে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ডের অন্যতম সেরা দুই দল। ২০১০-১১ মৌসুমে সর্বশেষ একই বছরে প্রিমিয়ার লীগ জয়ের পাশাপাশি কমিউনিটি শিল্ডের শিরোপাও জয়ের রেকর্ড গড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর আর কোন দল তা করে দেখাতে পারেনি। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ইউনাইটেডেরই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির। তবে সেসবে মনোযোগ নেই ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলার। বরং ফুটবলপ্রেমীদের রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিতে চান তিনি। এ বিষয়ে ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সিটিজেনদের অভিজ্ঞ কোচ বলেন, ‘আমি মনে করি দারুণ একটা ম্যাচ হবে। চেলসি সবসময়ই বড় প্রতিপক্ষ। এ্যান্টনিও কন্টের সময়ও ছিল মাউরিজিও’র সময়ও হবে। আমি মনে করি, ইংলিশ ফুটবলের জন্য পারফেক্ট স্টাইলেই খেলা হবে।’ গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটির বড় চমক রিয়াদ মাহরেজকে দলে ভেড়ানো। আজ চেলসির বিপক্ষে ম্যাচেই গার্ডিওলার বড় অস্ত্র হতে পারেন সাবেক লিচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। ২০১৬-১৭ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতেছিল চেলসি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা গত মৌসুমে ধরে রাখতে পারেনি ব্লুজরা। পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে গত মৌসুম শেষ করেছে তারা। যে কারণে এ্যান্টনিও কন্টেকে বরখাস্ত করে ক্লাব কর্তৃপক্ষ। কন্টের পর নতুন কোচ হিসেবে মাউরিজিও সারিকে নিয়োগ দেয় চেলসি। ব্লুজদের নতুন এই কোচের তাই অগ্নিপরীক্ষা আজ। এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা কী ধরে রাখতে পারবেন তিনি? নাকি নতুন মৌসুম শুরুর আগেই শিরোপা হারাবে তার দলÑ ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। তবে সদ্য সমাপ্ত বিশ্বকাপের ছুটি শেষে এখনও অনেকেই দলের সঙ্গে যোগ দেননি। তাদের মধ্যে ফ্রান্সের এনগোলো কান্টে, অলিভিয়ের জিরুড, বেলজিয়ামের এডেন হ্যাজার্ড, থিবাউ কুর্তোয়া এবং মিছাই বাতশুয়াই এখনও দলের সঙ্গে যোগ দেননি। ইংল্যান্ডের গ্যারি কাহিলও এখন পর্যন্ত ছুটি কাটাচ্ছেন। সামান্য ইনজুরির কারণে চেলসির চেস ফ্যাব্রিগাসের খেলা নিয়েও সংশয় রয়েছে। যে কারণেই অনেক তরুণ ফুটবলারকে এই লড়াইয়ে দেখা যেতে পারে। এদিকে ইউরোপিয়ান ফুটবলে জনপ্রিয়তা, প্রতিদ্বন্দ্বিতা আর যশ-খ্যাতিতে ইংলিশ প্রিমিয়ার লীগই শেষ কথা। দলবদলের বাজারে খরচেও তাদের ধারে কাছে আর কোন লীগ নেই। গত চার মৌসুম ধরেই দলবদলের বাজারে খরচে একচ্ছত্র আধিপত্য ছিল প্রিমিয়ার লীগের। সেই ধারাটা এবারও ধরে রাখল তারা। এবার দিয়ে টানা পঞ্চম মৌসুম দলবদলের বাজারে খরচে ১ বিলিয়ন ইউরোর মাইলফলক টপকে গেছে প্রিমিয়ার লীগ। ইংলিশ ফুটবলে প্রাক-মৌসুম দলবদলের বাজারের মেয়াদ শেষ হতে এখন ৪ দিন বাকি। দলবদলের সময়টা আগের চেয়ে কমিয়ে আনা হয়েছে। কিন্তু তারপরও খেলোয়াড় কিনতে ক্লাবগুলোকে কাঁড়ি কাঁড়ি অর্থ খরচ থেকে বিরত রাখা যায়নি। শুক্রবার পর্যন্ত প্রিমিয়ার লীগের কুড়িটি ক্লাবের মোট খরচ ছিল ১ দশমিক ১০১ বিলিয়ন ইউরো। বাংলাদেশী মুদ্রায় অঙ্কটা রীতিমতো অবিশ্বাস্য। প্রায় ১০ হাজার ৭৭০ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা। খরচে এবারও প্রিমিয়ার লীগের ধারে কাছে আসতে পারেনি ইউরোপের বাকি শীর্ষস্থানীয় চারটি লীগ। তবে এই খরচের প্রতিযোগিতায় ইতালিয়ান সিরি আ’র দুইয়ে উঠে আসা চমক জাগানিয়া। যদিও সেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দলবদলের ভূমিকা রয়েছে। গত মাসে ১০০ মিলিয়ন ইউরোর বেশি অর্থ খরচ করে রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে কিনেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। রোনাল্ডোকে কেনার অঙ্কসহ শুক্রবার পর্যন্ত দলবদলের বাজারে সিরি’এ ক্লাবগুলোর মোট খরচ ৯২৭ মিলিয়ন ইউরো। ৬৪৩ মিলিয়ন ইউরো খরচ করে তিনে লা লিগা, চতুর্থ বুন্দেসলিগার ক্লাবগুলোর খরচ ৪১৫ মিলিয়ন ইউরো। ৩৭৬ মিলিয়ন ইউরো খরচ করে পাঁচে ফ্রেঞ্চ লীগ ওয়ান।
×