ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:৪৪, ৩ আগস্ট ২০১৮

ফ্যাশন সংবাদ

রঙ বাংলাদেশ মানুষের জীবনে যত সম্পর্কই থাক না কেন? তা সে যতই রক্তের সম্পর্ক হোক না কেন বন্ধু ছাড়া আসলেই মানুষ অচল। বন্ধু ছাড়া আর কেই বা বোঝে গভীরে, অত ভাল করে। এই সম্পর্ক সমস্ত কিছুর উর্ধে। তাই মাঝে মধ্যে এই সম্পর্কটা নবায়ন করার প্রয়োজন হয়, প্রয়োজন হয় উদযাপনের। সেটা না করলে যে কিছু হবে তা নয়। তবে করলে মন্দ হবে না তা হলফ করেই বলা যায়। আর উৎসব কেবল নিজের জন্য নয়, আমরা ভাগাভাগি করে নিতে চাই অন্যের সঙ্গেও। এজন্য প্রিয়জনকে উপহার দিতে রঙ বাংলাদেশ এনেছে গিফট ভাউচার। আপনি যাকে দিতে চান,তিনি কিনে নিতে পারবেন নিজের পছন্দ মতো। আনন্দময় হোক বন্ধ ুদিবস। দীর্ঘ হোক বন্ধুত্ব। ওয়েবসাইট-িি.িৎধহম-নফ.পড়স, হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪ ক্যাটস আই ক্যাটস আই তাদের অনলাইনে ভার্চুয়াল স্টোরে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। পাশাপাশি স্টোরগুলোতেও একটি পণ্য ক্রয়ে পরবর্তি পণ্যে দেয়া হচ্ছে ২০ ভাগ ছাড়। এছাড়াও মুঠোফোনে স্যোশাল মিডিয়া বা অনলাইনে ব্যস্ত থাকা তারুণ্যকে বন্ধু দিবসে আরো প্রাণবন্ত থাকতে ক্যাটস আই আয়োজন করেছে ফেসবুক প্রতিযোগীতারও। ক্যাটস আইয়ের ফেসবুক পেইজে বন্ধুদের গ্রুপ ছবি প্রকাশ করে সেরা তিন বিজয়ী বন্ধুদের জন্য মিলবে দলবলে ডিনার এবং সারপ্রাইজ উপহার পাবার সুযোগ। প্রিয় বন্ধুদের নিয়ে পছন্দের মূহুর্তের ছবি ক্যাটস আই পেইজে জমা দেবার শেষ সময় ৩ আগস্ট। নতুন সব পোশাক, মূল্যছাড় এবং বন্ধু দিবসের প্রতিযোগীতার খোঁজখবর জানা যাবে ক্যাটস আই এর ফেসবুক পেইজে। অনলাইনে ভিজিট করুন www.catseye.com.bd হাকিমের পর্দা ঈদ সামনে রেখে,পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেট বেজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী- পর্দা-সোফা-চাদর ও গাড়ির সিট এবং কুশন কভারের কাপড় বিক্রির প্রতিষ্ঠান-এ হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য দেশী-বিদেশী সকল প্রকারের কাপড়ের প্রচুর পসরা সাজিয়েছে। ঘরের আভিজাত্য ফুটিয়ে তুলতে দৃষ্টিনন্দন পর্দা- সোফা কভারের বিকল্প অন্য কিছু নেই। রুচিসম্মত পর্দা ও সোফা কভার তৈরি করতে বেশ কয়েক দিন সময়ের প্রয়োজন হয় তাই যে কোন উৎসবের আগেভাগেই, ঘরের সৌন্দর্যের জন্য প্রস্তুতি নেয়া দরকার। এ হাকিম ট্রেডার্সের বিক্রয় কেন্দ্রে মানসম্পন্ন তৈরি চাদর ও দেশী কাপড় দিয়ে - তৈরি পর্দাও পাওয়া যাবে। পাইকারদের পাশাপাশি সাধারণন ক্রেতাও সাশ্রয়ী মূল্যে পর্দা-সোফা কভারের কাপড় কিনে, পছন্দমতো তৈরি করার জন্য ওর্ডার দিয়ে আসতে পারেন। এ হাকিম ট্রেডার্সের পর্দা সৌন্দর্য ও রুচীর প্রতীক। নিত্য উপহার এবারের বর্ষায় ৫টি ডিজাইনে টি-শার্ট পাওয়া যাবে। শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকায় ‘মেঘে মেঘে’ ও ‘ভরা বাদলের মাঝে’, আনিসুজ্জামান সোহেলের ‘বৃষ্টি পড়ে’, মোস্তাফিজ কারিগরের ‘বৃষ্টির শৈশব’ ও জিসান জামিলের ‘শহরে বৃষ্টি’। এছাড়া শিল্পী ধ্রুব এষের নতুন ডিজাইন ‘ব্যোমকেশ’। ‘ট্যুর রাউন্ড দ্যা ওয়ার্ল্ড উইদাউট মানি’- রামনাথ বিশ্বাসকে নিয়ে আরও একটি নতুন ডিজাইন এসেছে। এছাড়া শঙ্খবারে শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকায় বর্ষার শাড়ি ‘মেঘে মেঘে’ পাওয়া যাচ্ছে। মডেল : সিংগার ক্যাপ্টেন, মায়া, মৌ, সঞ্চিতা, সালামুজ্জামান, নিপেন ও রিয়েল। আলোকচিত্র : আজিম এলাহি।
×