ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সনির স্মার্টফোন ব্যবসা অর্ধেকে নেমে এসেছে

প্রকাশিত: ০৬:৪২, ২ আগস্ট ২০১৮

সনির স্মার্টফোন ব্যবসা অর্ধেকে নেমে এসেছে

জাপানী ইলেকট্রনিকস জায়ান্ট সনির ইতোমধ্যেই ছোট পরিসরে থাকা স্মার্টফোন ব্যবসা আরও সংকুচিত হয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর জুলাইয়ে শেষ হওয়া প্রান্তিকে সনি মাত্র ২০ লাখ মোবাইল ডিভাইস বিক্রি করতে পেরেছে। আগের বছরের একই প্রান্তিকের চেয়ে এই সংখ্যা ১৪ লাখ কম। নিজেদের ২০১৭ অর্থবছরে সনি ১.৩৫ কোটি স্মার্টফোন বিক্রি করেছে, আর চলতি বছর এপ্রিলে প্রতিষ্ঠানটি ২০১৮ অর্থবছরে এক কোটি স্মার্টফোন বিক্রির প্রত্যাশা প্রকাশ করে। প্রত্যাশার এই অংক বদলে এবার ৯০ লাখ করেছে প্রতিষ্ঠানটি। পুরো ২০১৮ অর্থবছরে মোবাইল ফোন খাতে ৫৪৯ কোটি ডলার আয়ের প্রত্যাশা সনির। এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক এ্যান্ড্রয়েড ডিভাইস নির্মাতাদের মধ্যে সবচেয়ে কম প্রাসঙ্গিক স্মার্টফোন বানানোর তালিকায় শীর্ষস্থান নেয়ার প্রতিযোগিতায় আছে সনি এবং এইচটিসি। পুরো আর্থিক প্রতিবেদনের দিকে তাকালে সনির জন্য তা ইতিবাচক বলেই দেখা যায়। -অর্থনৈতিক রিপোর্টার
×