ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজে বিশ্রামে ক্রিস গেইল

প্রকাশিত: ০৭:০২, ১ আগস্ট ২০১৮

টি২০ সিরিজে বিশ্রামে ক্রিস গেইল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সময় আজ সকালে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে টাইগারদের মোকাবেলা করছে ওয়েস্ট ইন্ডিজ। তবে হঠাৎই এই সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলকে। দলে আছেন শেষ দুই ওয়ানডেতে ইনজুরির কারণে খেলতে না পারা বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়া ফিরেছেন বাঁহাতি পেসার শেলডন কটরেল। সদ্যই শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ম্যাচের তিন ইনিংসে ১৪২ রান করেন গেইল। তিন ম্যাচে গেইলের রান- ৪০, ২৯ ও ৭৩। শেষ ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেও দলের হার এড়াতে পারেননি গেইল। ফলে শেষ ওয়ানডে ১৮ রানে জিতে সিরিজ পকেটে পোরে বাংলাদেশ। গেইলের বাদ পড়া নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন বলেন, ‘আমরা গেইলকে বিশ্রাম দিয়েছি। বোলিং আক্রমণে বৈচিত্র্য আনতে কটরেলকে দলে নেয়া হয়েছে। গেল মে লর্ডসে চ্যারিটি ম্যাচে দুর্দান্ত পারফর্মেন্স করেছে দল। হাঁটুর ইনজুরির কারণে পুনর্বাসনে থাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি মারলন স্যামুয়েলস। তবে টি২০ দলে আছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ ওভারে ৫৯ রানে ১ উইকেট নেন কটরেল। নিউজিল্যান্ডের বিপক্ষে গত জানুয়ারিতে সর্বশেষ টি২০ ম্যাচ খেলেছেন। রায়াদ এমরিতের জায়গায় দলে জায়গা পান তিনি। পরের দু’টি টি২০ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে ৪ ও ৫ আগস্ট। টি২০ সিরিজে উইন্ডিজ দল ॥ কার্লোস ব্রের্থওয়েট (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, এভিন লুইস, এ্যাশলে নার্স, কেমো পল, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, চ্যাডউইক ওয়ালটন ও কেসরিক উইলিয়ামস। প্রিমিয়ার হ্যান্ডবল লীগের শিরোপা কোয়ান্টামের স্পোর্টস রিপোর্টার ॥ কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লীগের শিরোপা জিতেছে কোয়ান্টাম ফাউন্ডেশন। ৯ খেলায় তাদের সংগ্রহ সর্বোচ্চ ২৪ পয়েন্ট। মঙ্গলবার ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ওল্ড আইডিয়ালসকে ৪০-১৫ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা। এছাড়া আরামবাগ ক্রীড়া সংঘ ৭৭-১৪ গোলে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবকে হাারিয়ে ২২ পয়েন্ট নিয়ে রানার্সআপ এবং নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৪৬-৩৮ গোলে প্রাইম স্পোর্টিং ক্লাবকে হারিয়ে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থান অর্জন করে। চ্যাম্পিয়ন দলের ছাচিং অং চাক লীগের সেরা খেলোয়াড় এবং বাংলা ক্লাবের শায়েখ হাসান সেরা গোলরক্ষক হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি (এলপিআর) প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।
×