ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন নাকি সৌম্য?

প্রকাশিত: ০৬:৫৭, ৩১ জুলাই ২০১৮

ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন নাকি সৌম্য?

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ দল। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও ৯ বছর পর বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজের কৃতিত্ব দেখিয়েছে টাইগাররা। এবার ৩ ম্যাচের টি২০ সিরিজ। সেখানে বাংলাদেশ দলের ভাল করার ব্যাপারে আশাবাদী জাতীয় দলের একসময় কোচ হিসেবে দায়িত্ব পালন করা সারোয়ার ইমরান। তিনি মনে করেন ওয়ানডে সিরিজের আত্মবিশ্বাস এবং দলের যে ব্যাটিং লাইনআপ আছে সেটা নিয়ে ভাল করবে বাংলাদেশ দল। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এসব কথা বলেন সারোয়ার। ২০০৯ সালে সর্বশেষ বিদেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ দল, জিম্বাবুইয়ে সফরে জিতেছিল ৪-১ ব্যবধানে। দীর্ঘ ৯ বছর পর আবার দেশের বাইরে ওয়ানডে সিরিজ জয় এসেছে। এবার ক্ষুদ্র ফরমেটের টি২০ সিরিজের চ্যালেঞ্জ। এ বিষয়ে সারোয়ার বলেন, ‘ওয়ানডে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমার মনে হয় টি২০ ফরমেটেও বাংলাদেশ ভাল করবে। যদিও এটা ছোট সংস্করণের খেলা এবং পাওয়ার ক্রিকেট খেলতে হয়। আমাদের যে ব্যাটিং লাইন আপ আছে আমার মনে হয় টি২০ সিরিজে ভাল করব।’ ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক পারফর্মেন্সে এমন কিছু বলা গেলেও বাস্তবতাটা ভিন্নই। গত মাসেই ভারত সফরে আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে লজ্জাজনকভাবে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুর্বলতা আছে বেশ কিছু জায়গায়। সবচেয়ে বড় ঘাটতি ওপেনিংয়ে তামিম ইকবালের যোগ্য সঙ্গী নিয়ে। ৩ ম্যাচের টি২০ সিরিজে তামিমের সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন কে? এ বিষয়ে সারোয়ার বলেন, ‘টি২০ আসলে বিজয়, সৌম্য এবং লিটন তিনজনই ভাল। যদিও তেমন পারফর্মেন্স নেই তাদের। কিন্তু লিটনই একমাত্র যার ঘরোয়া ক্রিকেটে পারফর্মেন্স আছে। তিনজনের যে কেউ ভাল করতে পারে। আসলে এটা নির্ভর করে ওরা নিজেদের ব্যবহার করছে কিভাবে। তামিম এখন অনেক পরিণত। আশা করব টি২০তে সে খোলস থেকে বের হয়ে আসবে। ওয়ানডেতে ওয়ানডের মতোই খেলেছে সে। টি২০তে আরও আক্রমণাত্মক খেলতে হবে।’ বাংলাদেশ দলের যত সাফল্য তা ঘুরেফিরে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের নৈপুণ্যেই অর্জিত হচ্ছে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদরা নিয়মিত পারফর্ম করলেও জুনিয়র ক্রিকেটারদের পারফর্মেন্সে নেই ধারাবাহিকতা। এ বিষয়টি বেশ ভোগাচ্ছে দলকে। সারোয়ার বলেন, ‘জুনিয়রদের দায়িত্ব নিয়ে সমস্যাটা ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করতে হবে আমাদের। এই জিনিসগুলো ভাল করতে হবে। আম্পায়ারিংয়ের মানও বাড়াতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ওদের যদি সবসময় জুনিয়র হিসেবেই দেখে যাই তাহলে ওরা সামনে এগোতে পারবে না। তাদেরও দায়িত্ব দিতে হবে।’ টি২০ ক্রিকেট মানেই রানের ফোয়ারা। বোলারদের ওপর অনেক দায়িত্ব চেপে বসে ব্যাটসম্যানদের আটকানো। এ বিষয়ে সারোয়ার বলেন, ‘৯ বছর পর আমরা বাইরে সিরিজ জিতেছি। সেই হিসেব করলে বলব যে ১ নম্বর দলের সঙ্গে যখন ৫ নম্বর দল খেলে যে কেউ জিততে পারে। আমরা ওদের সঙ্গে যখন খেলব জেতার পঞ্চাশ ভাগ সম্ভাবনা রয়েছে। পরিসংখ্যান দেখে বোলারদের দায়িত্ব নিয়ে বলা সম্ভব নয়।’ তবে এমন ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ওপরও আস্থা রাখতে হবে। সেক্ষেত্রে ফর্মের ধারাবাহিকতা না থাকলেও সাব্বির রহমানকেই টি২০ সেরা হিসেবে দেখছেন সারোয়ার, ‘একজন যদি নিয়মিত ব্যর্থ হয় তাহলে তার অন্য কোথাও সমস্যা আছে নাকি সেগুলো খুঁজে বের করতে হবে। মেন্টালি, ট্যাক্টিক্যালি সমস্যা থাকতে পারে, এগুলো টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে। সাব্বিরের মতো হার্ডহিটার বাংলাদেশে কমই আছে বাংলাদেশে। আরিফুল আছে কিন্তু সে সুযোগ পাচ্ছে না। সে সুযোগ পেলে প্রমাণ করবে নিজেকে।’
×