ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর ৫ম ওষুধ রফতানির অনুমোদন

প্রকাশিত: ০৫:৩৯, ৩০ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রে বেক্সিমকোর ৫ম ওষুধ রফতানির অনুমোদন

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাডোলোল ট্যাবলেট (২০মি.গ্রা., ৪০ মি.গ্রা. ও ৮০ মি.গ্রা.) যুক্তরাষ্ট্রের ফুড এ্যান্ড ড্রাগ এ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর অনুমোদন লাভ করেছে। এটি বেক্সিমকো ফার্মার পঞ্চম ওষুধ যেটা ইউএসএফডিএ কর্তৃক অনুমোদন লাভ করল। নাডোলোল, ব্রিস্টল-মিয়ার্স স্কুইবের করগার্ড ট্যাবলেটের জেনেরিক সমতুল্য। ওষুধটি হাইপার টেনশন (উচ্চ রক্ত চাপ) এবং এনজিনাপিকটোরিস (বুকের ব্যাথা) এর চিকিৎসা কাজে সেবনের পরামর্শ দেয়া হয়। বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিবিউশন পার্টনার বেশোর ফার্মাসিউটিক্যাল এলএলসির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে এই ওষুধ বাজারজাত করবে। আইকিউভিআইএ-এর তথ্য অনুসারে (মার্চ ২০১৮) যুক্তরাষ্ট্রে নাডালোল ট্যাবলেটের বাজার ৭১ মিলিয়ন মার্কিন ডলারের। এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পঞ্চম ওষুধ রফতানির অনুমোদন পেয়ে আমরা আনন্দিত। -অর্থনৈতিক রিপোর্টার
×