ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘রবির কিরণে শৈলজারঞ্জন’ প্রামাণ্যচিত্র নিয়ে নেত্রকোনায় সেমিনার

প্রকাশিত: ০৫:৩৬, ৩০ জুলাই ২০১৮

  ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ প্রামাণ্যচিত্র নিয়ে নেত্রকোনায় সেমিনার

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ শৈলজারঞ্জন মজুমদারের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ প্রামাণ্যচিত্রের মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার জেলা শহরের দত্ত উচ্চ বিদ্যালয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দত্ত উচ্চ বিদ্যালয় এবং চয়নিকা নামক একটি নির্মাতা প্রতিষ্ঠান যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বপন কুমার দত্ত এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। দত্ত উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান রতনের সভাপতিত্বে এবং সানাওয়ার হোসেন ভুঁইয়া ও নাঈম সুলতানা লিবনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন লন্ডনে প্রথম বাংলা টিভির প্রতিষ্ঠাতা ড. সুধীর কুমার ঘোষ, বিশ্বভারতীর সহকারী অধ্যাপক ড. সুমিত কুমার বসু, ড. সুরজিত রায়, দুরদর্শনের উপস্থাপিকা নিবেদিতা নাগ হালদার, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সুভাষ সিংহ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, লেঃ কর্নেল (অব.) আব্দুন নূর খান, এ্যাডভোকেট অসিত সরকার সজল, জিএম খান পাঠান বিমল, চয়নিকার প্রতিষ্ঠাতা এসবি বিপ্লব, গবেষক আলী আহাম্মদ খান আইয়ুব, দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবীর সাজু প্রমুখ। জানা গেছে, চয়নিকা’র প্রতিষ্ঠাতা এসবি বিপ্লব ‘রবির কিরণে শৈলজারঞ্জন’ নামক এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেন। বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন জায়গা থেকে চিত্র ধারণ করেন তিনি। শীঘ্রই এটির শুভমুক্তি হবে। শৈলজারঞ্জন মজুমদার সুদীর্ঘকাল রবীন্দ্রনাথের সাহচর্যে থেকে শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। রবীন্দ্রনাথ রচিত প্রায় আড়াই শ’ গানের স্বরলিপিকার তিনি। তার জন্ম নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামে।
×