ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের আয় কমল

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ জুলাই ২০১৮

দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের আয় কমল

একটি পাবলিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের সবচেয়ে বাজে দিন কাটাল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেসবুক। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে আয়ের প্রত্যাশা মেটাতে না পারা আর দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নিয়ে হতাশাজনক প্রতিবেদন প্রকাশের পর প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১৯ শতাংশ পড়ে যায় বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য পড়ে ১৭৩.৭৫ ডলার পর্যন্ত নেমে যায়। দিন শেষে অঙ্কটা ছিল ১৭৬.২৬ ডলার। এদিন প্রতিষ্ঠানটি তার বাজারমূল্য থেকে প্রায় ১২ হাজার ডলার হারায়। এর আগে ফেসবুকের শেয়ারমূল্যের জন্য সবচেয়ে বাজে দিন ছিল ২০১২ সালের ১১ জুলাই, সেদিন শেয়ারমূল্য কমে ১১ শতাংশ। চলতি বছর দ্বিতীয় প্রান্তিকে ফেসবুকের মোট আয় হয়েছে ১৩২০ কোটি ডলার, যা আগের তুলনায় ৪২ শতাংশ বেশি। তবে আয়ের অঙ্কটা ১৩৩০ কোটি ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছিলেন বিশ্লেষকরা। -অর্থনৈতিক রিপোর্টার
×