ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অবশেষে বিসিআইসির পরিচালককে বদলির নির্দেশ

প্রকাশিত: ০৭:৪৩, ২৯ জুলাই ২০১৮

অবশেষে বিসিআইসির পরিচালককে বদলির নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবশেষে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক (কারিগরি ও প্রকৌশল) আলী আক্কাসকে অন্যত্র বদলি করতে শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি মাসের ৮ জুলাই এ আদেশ দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলী আক্কাসের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ-আত্মসাতের অভিযোগ রয়েছে। বারবার অভিযোগ ও তদন্ত কমিটির প্রতিবেদনের প্রমাণ পাওয়ার পরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। একাধিক কর্মকর্তা বলেন, অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণ হওয়ার পর শিল্প মন্ত্রণালয় আলী আক্কাসকে বিসিআইসি থেকে অন্যত্র বদলি বা ওএসডি করার সুপারিশ করা হয়। এরপরও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। এ নিয়ে শিল্প মন্ত্রণালেয়র ও বিসিআইসি-এর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনুসন্ধানে জানা যায়, আলী আক্কাস ১৯৮৩ সালে কারিগরি ক্যাডারে সহকারী প্রকৌশলী হিসেবে বিসিআইসিতে যোগ দেন। তার বিরুদ্ধে ২০১০-১১ অর্থবছরে উৎপাদন জালিয়াতি, ওয়াসমিল ও ক্র্যাশারে মাটি এবং পাথর ফিডিংয়ে দুর্নীতি, সরকারী গাড়ির অপব্যবহার, বাড়ি ভাড়া, গ্যাস ও বিদ্যুত বিলের লাখ লাখ টাকা আত্মসাত, টেকেরঘাট চুনাপাথর প্রকল্পে লুটপাট, কারখানার মালামাল ও যন্ত্রাংশ ক্রয়ে দুর্নীতি ও চাকরি দেয়ার জন্য ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। এসব নিয়ে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলে। তদন্ত শেষে কমিটি এসব অভিযোগের সত্যতা পায় এবং আলী আক্কাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। শিল্প মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও শিল্প মন্ত্রণালয়সহ সরকারের সব সংস্থার তদন্তে আলী আক্কাস অভিযুক্ত হলেও বিসিআইসির তদন্ত কর্মকর্তারা এসব অভিযোগের নির্দিষ্ট কোন প্রমাণ খুঁজে পান না। আর সে কারণেই তিনি বারবার পার পেয়ে যান। এ বিষয়ে যোগোযোগ করা হলে বিসিআইসির চেয়ারম্যান শাহ মোঃ আমিনুল বলেন, আমার দফতর থেকে কোন কর্মকর্তাকে বদলি বা ওএসডি করার ক্ষমতা নেই।
×