ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমসে চমক দেখানোর আশা বাংলাদেশ কোচের

প্রকাশিত: ০৭:১৮, ২৮ জুলাই ২০১৮

 এশিয়ান গেমসে চমক দেখানোর আশা বাংলাদেশ কোচের

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপে ভাল কিছু করার আশা আগেই ব্যক্ত করেছেন বাংলাদেশের নতুন ফুটবল কোচ জেমি ডে। প্রস্তুতির জন্য দক্ষিণ কোরিয়া যাওয়ার আগে আরও একবার আশার কথা শুনিয়েছেন এই ইংলিশ কোচ। সাফের আগের ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে বাংলার ফুটবলাররা চমক দেখাবে বলে আশাবাদী জেমি। সাফ ও এশিয়ান গেমসের প্রস্তুতি নিতে শুক্রবার রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দল নিয়ে সন্তুষ্টি জানিয়ে শিষ্যদের ওপর আস্থা রাখছেন কোচ আর এশিয়ান গেমসে ভাল কিছুর প্রত্যাশা করছেন। গেমসের দল হবে ২০ জনের। কিন্তু দক্ষিণ কোরিয়ায় যাচ্ছে ২৭ ফুটবলার। তারা ইন্দোনেশিয়াতেও থাকবেন, এশিয়ান গেমসের দলের সঙ্গে অনুশীলনও করবেন। থাকবেন আলাদা হোটেলে। মূলত সাফের দলটাকে সব সময় প্রস্তুতির মধ্যে রাখতেই এ ব্যবস্থা। কোরিয়ার কন্ডিশনিং ক্যাম্প সম্পর্কে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপুু বলেন, আমরা শুক্রবার রাত ২টায় কোরিয়ার উদ্দেশে রওনা হব। কোরিয়াতে ১৩ দিন কন্ডিশনিং ক্যাম্প করব। সেখানে আমাদের তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ১ জুলাই গুয়াংজু ক্লাবের সঙ্গে, ৩ আগস্ট সিয়ানহান ইউনিভার্সিটির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ, ৬ আগস্ট তৃতীয় ম্যাচ আমাদের। তবে প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। রূপু বলেন, আমরা যে ২৭ জন নিয়ে কাতার গিয়েছিলাম সেখান থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে মামুন মিয়া, উত্তম কুমার বনিককে। জীবন পুরোপুরি ফিট না হওয়াতে তাকেও নেয়া হয়নি। বাংলাদেশ কোচ জেমি বলেন, বিকেএসপিতে ছেলেরা কঠোর অনুশীলন করেছে। শেখ জামালের সঙ্গে ইতোমধ্যে আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। দক্ষিণ কোরিয়ার তিন ম্যাচ এবং এশিয়ান গেমসের ম্যাচগুলো নিয়েই এখন ভাবছি। দক্ষিণ কোরিয়ায় কঠোর পরিশ্রম অব্যাহত থাকবে। বাংলাদেশ দলের অন্যতম মিডফিল্ডার জামাল ভুইয়া বলেন, ইতোমধ্যে কোচ প্রায় সবই বলে দিয়েছেন। আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। আরও প্রস্তুতি নিতেই কোরিয়া যাচ্ছি। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে এশিয়ান গেমসে ভাল করা এবং সাফে তো অবশ্যই ভাল করতে চাই। ফিটনেস কোচ লিন্ডসে রজার বলেন, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। আমরা ২৪ তারিখ থেকে বিকেএসপিতে ট্রেনিং করেছি। তিন দিনে তাদের ফিটনেস লেভেল উন্নতি হয়েছে। আশা করছি সেখানে গিয়ে আরও উন্নতি হবে। তবে ফিটনেস কোচের চোখে উন্নতি ধরা পড়লেও জেমি ডের কথায় কিন্তু সেই পুরনো সমস্যাই বের হয়ে এসেছে। যদিও তিনি বলছেন যে তার দলের ২৭ ফুটবলারই পুরো ৯০ মিনিট খেলার ক্ষমতা রাখে। কিন্তু গত ছয় সপ্তাহে কাজ করতে গিয়ে বাংলাদেশ দলের কোন্ কোন্ সমস্যা চোখে পড়েছে জানতে চাইলে জেমি বলেছেন, বাংলাদেশ দলের অন্যতম সমস্যা হচ্ছে স্ট্রেইনথ, পাওয়ার এবং মেন্টালিটির সমস্যা। তাদের এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং জিমে যেতে হবে।’ নিয়ম অনুযায়ী এশিয়ান গেমসে খেলতে পারবেন তিনজন সিনিয়র ফুটবলার। দলের সঙ্গে মামুনুল ইসলাম গেলেও এবার তিনি খেলছেন না। সিনিয়রদের মধ্যে জামাল ভুইয়া, তপু বর্মণ এবং গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে নেয়া হয়েছে এশিয়ান গেমসের দলে। এশিয়ান গেমসে বাংলাদেশ ১৪ আগস্ট উজবেকিস্তান, ১৬ আগস্ট থাইল্যান্ড এবং ১৯ আগস্ট কাতারের মোকাবেলা করবে। যদিও এখনও দলীয় অধিনায়ক নির্ধারণ করা হয়নি। তবে দলের অন্যতম ফুটবলার জামাল ভুইয়া। যে কিনা এশিয়ান গেমসে খেলেছেন আরও দু’বার। তিনি মনে করছেন গত এশিয়ান গেমসের দলটি থেকে এবারের দলটি আরও অভিজ্ঞ ও ব্যালেন্সড। সিনিয়র জুনিয়রদের মধ্যে দারুণ বোঝাপড়া আছে। এ কারণে দলের সবাই মুুখিয়ে আছেন ভাল কিছু করতে।
×