ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ইতালি গিয়েও শাস্তির কবলে রোনাল্ডো

প্রকাশিত: ০৭:১৬, ২৮ জুলাই ২০১৮

 ইতালি গিয়েও শাস্তির কবলে রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিকানা পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর। কর ফাঁকির মামলায় শেষ পর্যন্ত ফেঁসে যেতে হয়েছে জুভেন্টাসের পর্তুগীজ তারকাকে। কর ফাঁকির কারণে স্প্যানিশ কর্তৃপক্ষকে ১ কোটি ৮৮ লাখ ইউরো দিতে হবে রোনাল্ডোকে। পাশাপাশি শাস্তি হিসেবে দেয়া হয়েছে দুই বছরের স্থগিত কারাদ-। গত বছর বার্সিলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকেও কর ফাঁকির দায়ে জরিমানা ও ২১ মাসের কারাদ- দিয়েছিল স্পেনের একটি আদালত। তবে স্পেনের আইনে জরিমানা দিয়ে এ ধরনের কারাবাস এড়ানো যায় আর দেশটিতে সহিংস অপরাধ না করলে প্রথম অপরাধের ক্ষেত্রে দুই বছর বা এর নিচে সাজার ক্ষেত্রে হাজতবাস হয় না। এ কারণে সি আর সেভেনকেও খুব একটা চিন্তা করতে হচ্ছে না। জরিমানা দিয়ে তিনি ঠিকই হাজতবাস এড়াতে পারবেন। কর নিয়ে এমন ঝামেলার কারণেই মূলত স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসে নাম লিখিয়েছেন রোনাল্ডো। ঠিকানা পরিবর্তন এক মাসও হয়নি, এরই মধ্যে চূড়ান্ত শাস্তি পেতে হলো বর্তমান ফিফা সেরা তারকাকে। অবশ্য কর ফাঁকির অভিযোগ বিষয়ে স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে আগেই সমঝোতায় পৌঁছেছিলেন পর্তুগীজ অধিনায়ক। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সমঝোতার ব্যাপারে অনুমোদন দিয়েছে স্প্যানিশ ট্রেজারি। আইনজীবীরা বৃহস্পতিবার স্বাক্ষর করেন সমঝোতা চুক্তিতে। ২০১৭ সালে রোনাল্ডোর বিরুদ্ধে ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত মোট ১ কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। তবে আদালতে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন পাঁচবারের ফিফা সেরা তারকা। কিন্তু মুখের কথায় কাজ হয়নি। আদালতে প্রমাণ হয় কর ফাঁকি দিয়েছেন তিনি। তাই তো সমঝোতা না করে উপায় হয়নি। দুই পক্ষের চূড়ান্ত সমঝোতায় কর ফাঁকির পরিমাণ ধরা হয় ৫৭ লাখ ইউরো আর জরিমানা ও সুদ ধরা হয় ১ কোটি ৩১ লাখ ইউরো। জরিমানার টাকা দিয়ে এখন এ মামলা থেকে মুক্তি পেতে পারবেন রোনাল্ডো। এক বছর আগে মেসিও ঠিক এমনই করেছেন। জুভেন্টাসে গেলেও বর্তমানে বিশ্রামে আছেন সি আর সেভেন। যুক্তরাষ্ট্র সফর শেষে জুভেন্টাস তুরিনে ফেরার পরই রোনাল্ডোর দলের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা আছে। ফলে প্রতিযোগিতামূলক ফুটবলে নামার আগে রোনাল্ডোর সঙ্গে শুধু কয়েকটি অনুশীলন সেশনই পাবেন কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। পাঁচবার চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রোনাল্ডোকে ঘিরে নিজের কৌশলগত পরিকল্পনার বিষয়ে কোন কথা বলতে চাননি জুভ কোচ। তবে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির রেকর্ড গোলদাতার নতুন ঠিকানায় মানিয়ে নিতে কোন সমস্যা হবে না বলে মনে করেন ইতালিয়ান কোচ। এ্যালেগ্রি বলেন, রোনাল্ডো যে পজিশনে সবসময় খেলে সেখানেই খেলবে আর সে সবসময় যেভাবে গোল করে আসছে সেভাবেই করবে। এদিকে রোনাল্ডো সান্টিয়াগো বার্নাব্যু ছাড়ার পর তার শূন্যস্থান পূরণ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে রিয়াল মাদ্রিদ। তবে আপাতত দলটি গ্যারেথ বেলের দিকেই তাকিয়ে আছে। ওয়েলস তারকা সি আর সেভেেেনর জায়গা নিতে পারবে বলে বিশ্বাস রেকর্ড চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দলটির। রিয়ালের বিদায়ী কোচ জিনেদিন জিদানের সঙ্গে শেষ দিকে কোনভাবেই খাপ খাওয়াতে পারছিলেন না বেল। ওয়েলস তারকার খেলার ধরনও ঠিক দলের ধরনের সঙ্গে যাচ্ছিল না। চোট থেকে ফেরার পরও মাঠের বাইরে অনেক সময় কাটাতে হয়েছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে বদলি নেমে তার দুই গোলে টানা তৃতীয় শিরোপা জিতেছে রিয়াল। সেই জোড়া গোল তার মাদ্রিদ ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। বেলকে রিয়ালে আনাই হয়েছিল চ্যাম্পিয়ন্স লীগ জেতার জন্য। সেটা তিনি করেছেন, পাঁচ বছরেই জিতেছেন চার চ্যাম্পিয়ন্স লীগ। কিন্তু বারবারই রোনাল্ডোর সঙ্গী হয়ে, তার ছায়ায় আড়াল হয়েÑ এবার সময় নিজেই সে আলো কেড়ে নেয়ার। রোনাল্ডো বার্নাব্যু ছেড়ে যাওয়ায় এখন সুবর্ণ সুযোগ বেলের সামনে।
×