ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার কেলেঙ্কারির বিচার শুরু

প্রকাশিত: ০৬:২১, ২৬ জুলাই ২০১৮

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার কেলেঙ্কারির বিচার শুরু

গত ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির জন্য দায়েরকৃত অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মামলাটির বিচার কাজ শুরু হয়েছে। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিলের মাধ্যমে শেয়ারবাজার বিষয়ক বিশেষ ট্রাইব্যুনালে এই বিচার কাজ শুরু হয়েছে। এ মামলাটির আসামিরা হলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ এর পরিচালক মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই। এর মধ্যে মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জুলাই মারা গেছেন। মঙ্গলবার আসামিদের আইনজীবী বোরহান উদ্দিন ট্রাইব্যুনালে উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিল করেন। একইসঙ্গে মোহাম্মদ ভাইয়ের মৃত্যুর সনদ দাখিল করেন। এর আলোকে মোহাম্মদ ভাইয়ের মৃত্যুর সত্যতা যাছাইয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছেন। মামলাটির চার্জ গঠনের জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ। -অর্থনৈতিক রিপোর্টার
×