ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মরুভূমিতে বিলাসবহুল টেন্ট

প্রকাশিত: ০৬:১৯, ২৬ জুলাই ২০১৮

মরুভূমিতে বিলাসবহুল টেন্ট

থর মরুভূমিতে প্রতিবছর দুই লাখের মতো পর্যটক বেড়াতে যান। সম্প্রতি ধু- ধু এই মরুভূমিতে শুরু হয়েছে বিলাসবহুল ক্যাম্পিং চালু হয়েছে প্রকৃতির সঙ্গে আরামদায়ক ভ্রমণের টেন্ট। ভারতের উত্তর পশ্চিম অংশে বিরাট শুষ্ক অঞ্চল নিয়ে এই থর মরুভূমি বিস্তৃত। বিরাণ মরুভূমির মধ্যে আধুনিক সুযোগ-সুবিধা সব কিছু রয়েছে। এমন ২৬টি বিলাসবহুল টেন্ট চালু হয়েছে। বিবিসি খোরপোষ দিলেন কয়েনে! ভারতের এক ব্যক্তি তার সাবেক স্ত্রীর খোরপোষ বাবদ ২৪ হাজার ছয় শ’ রুপী পরিশোধ করেছেন কয়েনে। একটি ব্যাগে এক ও দুই রুপীর কয়েন ভর্তি করে পাঠান তিনি। ২০১৫ সালে বিচ্ছেদ হওয়ার পর প্রতিমাসেই তিনি ২৫ হাজার রুপী করে খোরপোষ দিয়ে আসছেন। গত দুই মাসে তা দিতে ব্যর্থ হলে তার সাবেক স্ত্রী আদালতের মাধ্যমে বকেয়া খোরপোষ বাবদ ৫০ হাজার রুপী আদায় করেন। এরই পরিপ্রেক্ষিতে এ মাসে ওই ব্যক্তি কয়েন পাঠান। টাইমস অব ইন্ডিয়া
×