ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডের নেতৃত্বে ফিরলেন ম্যাথুস

প্রকাশিত: ০৭:০২, ২৫ জুলাই ২০১৮

ওয়ানডের নেতৃত্বে ফিরলেন ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠ ও মাঠের বাইরে চরম বিশৃঙ্খল হয়ে পড়া শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়েই হাতুরা সিংহে বলেছিলেন, ২০১৯ বিশ্বকাপের পরিকল্পনায় ম্যাথুসকে তার চাই। বাংলাদেশে ত্রিদেশীয় ওয়ানডেতেই থিসারা পেরেরাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছিল দ্বীপ-দেশটির সময়ের বড় তারকা ও সেরা এই অলরাউন্ডারকে। কিন্তু ফের ইনজুরির কারণে ছিটকে যান। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত টেস্ট সিরিজের পর ম্যাথুস এবার ওয়ানডেতে ফিরলেন অধিনায়ক হিসেবেই। রবিবার শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের জন্য দল ঘোষণা করেছেন শ্রীলঙ্কান নির্বাচকম-লী। ভিন্ন কারণে বাদ পড়েছেন নুয়ান প্রদীপ, দানুশকা গুনাথিলাকা, অসেলা গুনারতেœর মতো পরিচিত মুখ। ম্যাথুস ছাড়া ফিরেছেন শিহান জয়সুরিয়া ও দাসুন শানাকা। সর্বশেষ শ্রীলঙ্কার হয়ে খেলা ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছয়টি পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা দুশমান্থ চামিরা ও অলরাউন্ডার আসেলা গুনারতেœ ইনজুরির কারণে নেই এই সিরিজে। নুয়ান প্রদীপও সুযোগ পাননি। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে সুযোগ পাননি দানুশকা গুনাথিলাকা। তাদের পাশাপাশি শিহান মাধুশঙ্ক ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও রাখা হয়নি ১৫ সদস্যের দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া মিডিয়াম পেসার কাসুন রাজিথা ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন। তার সঙ্গে অভিষেকের অপেক্ষায় আছেন প্রবাথ জয়সুরিয়াও। আগামী বছর বিশ্বকাপের কথা মাথায় রেখেই তারুণ্য ও অভিজ্ঞতার আলোকে দল গড়া হয়েছে। যেখানে দ্রুতগতির পেসার যেমন আছেন, আছেন হার্ডহিটার ব্যাটসম্যনাও। হাতুরা সিংহে কোচের দায়িত্ব নেয়ার পর গেল জানুয়ারিতে ম্যাথুসকে সীমিত ওভারের অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয়েছিল। কিন্তু ক্রমাগত ইনজুরিতে ভোগা তারকা তখনও আবার ইনজুরিতে পড়েন। সে কারণে ওয়ানডে ও টি২০ ম্যাচে খেলতে পারেননি। তার অবর্তমানে দীনেশ চান্দিমাল শ্রীলঙ্কা দলকে ওয়ানডে ও টি২০তে নেতৃত্ব দিচ্ছিলেন। বর্তমানে কোচের পাশাপাশি দীনেশও চার ম্যাচের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। সে কারণে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আসন্ন সিরিজের স্ট্যান্ডবাই তালিকাতেও রাখা হয়নি। উল্লেখ্য, সুরাঙ্গা লাকমলের নেতৃত্বে ঘরের মাটিতে দুই টেস্টের সিরিজে প্রোটিয়াদের ‘হোয়াইটওয়াশ’ করে লঙ্কানরা। শ্রীলঙ্কা ওয়ানডে দল ॥ এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দাসুন শানাকা, কুশাল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, নিরোশান দিকওয়েলা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, কাসুন রাজিথা, আকিলা ধনঞ্জয়া, প্রবাথ জয়সুরিয়া, লক্ষ্মণ সান্দাকান ও শিহান জয়সুরিয়া। স্ট্যান্ডবাইÑ দিমুথ করুনারতেœ, ইসুরু উদানা, নিশান পেইরিস ও জেওফ্রে ভ্যান্ডার্সে।
×