ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্ট

উদ্যাপনের অপেক্ষায় শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৩২, ২৩ জুলাই ২০১৮

  উদ্যাপনের অপেক্ষায় শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ স্পিনারদের দারুণ বোলিংয়ে কলম্বো টেস্টে জয় উদযাপনের অপেক্ষায় স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথমে ৩৩৮ রান করা সুরাঙ্গা লাকমলের দল ৫ উইকেটে ২৭৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ৪৯০ রানের অসম্ভব লক্ষ্য নিয়ে নামা সফরকারী দক্ষিণ আফ্রিকা তৃতীয়দিন শেষে ১৩৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে। প্রথম ইনিংসে মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়েছিল ফ্যাফ ডুপ্লেসিসের দল। জয়ের জন্য তাদের চাই আরও ৩৫১। ডি ব্রুইয়ান ৪৫ ও টেম্বা বাভুমা ১৪ রান নিয়ে ক্রিজে আছেন। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ৪১৮ রানের বেশি করে জয়ের নজির নেই। দক্ষিণ আফ্রিকার সেটি ৪১৪ রানের। সুতরাং প্রাকৃতিক দুর্যোগ বা ব্যতিক্রম কিছু না ঘটলে টেল-এন্ডারদের নিয়ে এই ম্যাচ বাঁচানো প্রোটিয়াদের পক্ষে অসম্ভবই। প্রথম টেস্টে দাপুটে জয়ে এগিয়ে থাকা লঙ্কানরা তাই ম্যাচ ও সিরিজ জয়ের অপেক্ষায়। ৩ উইকেটে ১৫১ রান নিয়ে রবিবার তৃতীয়দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। পেসার লুঙ্গি এনগিদি ৮৫ রান করা দিমুথ করুনারতেœকে যখন ফেরান স্বাগতিকদের সংগ্রহ তখন ১৯৯। প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়ে ইতিহাস গড়া প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। দারুণ ব্যাটিং করেছেন সাবেক অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস ও তরুণ রোশান সিলভা। ৭ চারে সময়োপযোগী ৭১ রান করে ম্যাথুস যদিও মহারাজের শিকারে পরিণত হন। ৩২ রান নিয়ে অপরাজিত থাকেন রোশান। কেশভের শিকার সংখ্যা ৩, ম্যাচে এ পর্যন্ত ১২। ৪৯০ রানের পাহাড়সম লক্ষ্য মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ১১৩ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে বসে। থিতু হওয়ার পর সাজঘরে ফেরেন ডিন এলগার, এইডেন মার্করাম, প্রথম ইনিংসে ৯ হাজার রানের মাইলস্টোনে পা রাখা তারকা ব্যাটসম্যান হাসিম আমলা ও অধিনাযক ডুপ্লেসিস। নাইটওয়াচম্যান মহারাজ ফেরেন শূন্য হাতে। সতীর্থদের সাজঘরে ফেরার মিছিলে ব্যতিক্রম ডি ব্রুইন ব্যাট করছেন ব্যক্তিগত ৪৫ রান নিয়ে। সঙ্গী বাভুমা আর অপেক্ষায় থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক আজ কতদূর টেনে নিতে পারেন সেটিই দেখার। উল্লেখ্য, গলে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২৭৮ রানে জিতেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ॥ ৩৩৮/১০ (১০৪.১ ওভার; গুনাথিলাকা ৫৭, করুনারত্নে ৫৩, ডি সিলভা ৬০, মেন্ডিস ২১, ম্যাথুস ১০, রোশান ২২, দিকওয়েলা ৫, পেরেরা ১৭, ধনঞ্জয়া ৪৩*, হেরাথ ৩৫; স্টেইন ০/৬০, রাবাদা ১/৫৫, এনগিদি ০/৫৪, মহারাজ ৯/১২৯, মার্করাম ০/২৪, এলগার ০/১০) ও দ্বিতীয় ইনিংস ॥ ২৭৫/৫ ডিক্লেঃ (৮১ ওভার; গুনাথিলাকা ৬১, করুনারতেœ ৮৫, ধনঞ্জয়া ০, কুশল ১৮, ম্যাথুস ৭১, রোশান ৩২*, দিকওয়েলা ৭*; মহারাজ ৩/১৫৪, রাবাদা ০/৪২, মার্করাম ০/১৮, ডি ব্রুইন ০/২০, স্টেইন ০/৩০, এনগিদি ১/৯, এলগার ০/২)। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ॥ ১২৪/১০ (৩৪.৫ ওভার; মার্করাম ৭, এলগার ০, ডি ব্রুইন ৩, আমলা ১৯, ডুপ্লেসিস ৪৮, বাভুমা ১১, ডি কক ৩২, মহারাজ ২, রাবাদা ১, স্টেইন ০, এনগিদি ০*; দিলরুয়ান ৪/৪০, ধনঞ্জয়া ৫/৫০, হেরাথ ১/৩২) ও দ্বিতীয় ইনিংস ॥ ১৩৯/৫ (৪১ ওভার; এলগার ৩৭, মার্করাম ১৪, ডি ব্রুইন ৪৫*, আমলা ৬, ডুপ্লেসিস ৭, মহারাজ ০, বাভুমা ১৪*; হেরাথ ২/৫৪, দিলরুয়ান ১/৩৮, ধনঞ্জয়া ২/৩৫)। তৃতীয়দিন শেষে
×