ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় চার্জশীট

প্রকাশিত: ০৪:৪৭, ২৩ জুলাই ২০১৮

 চট্টগ্রামে ভারতীয়  শিক্ষার্থী খুনের ঘটনায়  চার্জশীট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ভারতীয় এক ছাত্রের হত্যাকান্ডের ঘটনায় পুলিশের পক্ষে পিবিআই রবিবার আদালতে চার্জশীট দাখিল করেছে। চার্জশীটে অভিযুক্ত আসামিও ভারতীয় এবং নিহত ছাত্রের সহপাঠী। উল্লেখ্য, গেল বছরের ১৪ জুলাই গভীর রাতে চট্টগ্রামে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউএসটিসিতে এমবিবিএস কোর্সে অধ্যায়নরত ভারতীয় ছাত্র আতিফ শেখ ও উইন সন সিং নামের দুই শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আতিফ শেখ মারা যায়। এ ঘটনার তিনদিন পর আতিক শেখের পিতা আবদুল খালেক বাদী হয়ে আকবর শাহ থানায় একটি হত্যা মামলা রুজু করেন। এ মামলায় সুনির্দিষ্টভাবে কাউকে আসামি না করলেও ৮ জনের প্রতি সন্দেহ রয়েছে বলে তিনি পুলিশকে জানান। মামলার পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই। শুরুতে সহপাঠী উইন সং সিংকে গ্রেফতার দেখানো হয়। জিজ্ঞাসাবাদে বেশকিছু তথ্য বেরিয়ে আসে। আদালতের নির্দেশে গঠিত হয় মেডিক্যাল বোর্ড। পরে উইন সং সিংহকে তিনদফায় রিমান্ডে নিয়েও কোন তথ্য বের করা যায়নি। পরে আদালতের আদেশ নিয়ে ডিএনএ টেস্ট পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে ৫ ধরনের আলামত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করা হবে। এতে বেরিয়ে আসে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরির বাঁট থেকে আসামি উইন সং সিংহের পক্ষে এটি ব্যবহারের প্রমাণ।
×