ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েতে বাংলাদেশীদের আতর ব্যবসা

প্রকাশিত: ০৪:২৪, ২৩ জুলাই ২০১৮

  কুয়েতে বাংলাদেশীদের আতর ব্যবসা

পারস্য উপসাগরের তেলসমৃদ্ধ দেশ কুয়েতে আতর ও পারফিউম ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন বহু বাংলাদেশী। বছরের পর বছর ধরে কুয়েতের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে এ ব্যবসা করে যাচ্ছেন তারা। ভাগ্যের চাকা ঘুরাতে কুয়েতে পাড়ি জমিয়েছেন হাজার হাজার বাংলাদেশী। নানা কাজের পাশাপাশি জড়িয়ে পড়েছেন বিভিন্ন ব্যবসায়। আতর ও পারফিউমের ব্যবসা তেমনি একটি। যা সফলতা দিয়েছে অনেককেই। তেল সমৃদ্ধ দেশটির সবচেয়ে পুরাতন মার্কেট সুক মোবারকিয়াসহ বিভিন্ন স্থানে জায়গায় এ ব্যবসা সুনামের সঙ্গে করে যাচ্ছেন শত শত বাংলাদেশী। অর্জন করেছেন নানা পদকও। ব্যবসায়ীরা বলেন, এখানে আতরের কাজ করে সবাই বাংলাদেশী। আমাদের আতরের দোকানগুলোতে বিশ্বের বিভিন্ন দেশের আতর রয়েছে। আমাদের মধ্যে কয়েকজন স্বর্ণপদক পেয়েছেন। ফ্রান্স, ইতালি, চায়নাসহ চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আতর ও পারফিউম আমদানি করেন প্রবাসী ব্যবসায়ীরা। -অর্থনৈতিক রিপোর্টার
×