ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩২, ২২ জুলাই ২০১৮

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ স্পেশাল অলিম্পিক ইউনিফাইড ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। খেলার প্রথমার্ধেই সোহানুর রহমান সোহানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করেন আতিফ ও আহসানুর রহমত। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে এই ফুটবল আসর। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ০-৩ গোলে হারলেও পরের দুই ম্যাচে (ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়) ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে পৌঁছে যায় লাল-সবুজরা। ইউনিফাইড ফুটবল দলটি প্রতিবন্ধী ও শারীরিকভাবে সুস্থ ফুটবলারদের সমন্বিত একটি দল। মোট ১৫ জনের দলে আট শারীরিক প্রতিবন্ধীর সঙ্গে সাতজন সম্পূর্ণ সক্ষম ফুটবলার খেলতে পারবেন। একাদশে খেলতে পারেন ছয় প্রতিবন্ধীর সঙ্গে পাঁচ সক্ষম খেলোয়াড়। প্রিমিয়ার হ্যান্ডবল লীগে মেরিনারের বড় জয় স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘কিউট প্রিমিয়ার হ্যান্ডবল লীগ শুরু হয়েছে। উদ্বোধনী দিনের খেলায় কোয়ান্টাম ফাউন্ডেশন ৩৪-৩৩ গোলে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাবকে, প্রাইম স্পোর্টিং ক্লাব ৩৪-১৫ গোলে ওল্ড আইডিয়ালসকে, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৫০-১২ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে, বাংলা ক্লাব ৩২-২০ গোলে মেনজিস ক্রীড়াচক্রকে এবং আরামবাগ ক্রীড়া সংঘ ৩২-২৫ গোলে সূর্যোদয় ক্রীড়াচক্রকে হারিয়ে শুভ সূচনা করে। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) চেয়ারম্যান কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। খেলা শুরুর পূর্বে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মরহুম কাজী মাহাতাব উদ্দিন আহামেদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
×