ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুুঁজিবাজারে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:৪১, ২২ জুলাই ২০১৮

পুুঁজিবাজারে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সঙ্গে লেনদেনও কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৯.৪৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৪ হাজার ৩৯১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৮৫০ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৪৫৯ কোটি টাকা বা ৯.৪৭ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৮৫.৪৩ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৭ দশমিক ০৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ১৫ শতাংশ। গত সপ্তাহে ডিএসইর পরিচালনা পর্ষদ জেড ক্যাটাগরির দুই কোম্পানি মডার্ন ডাইং ও রহিমা ফুডকে তালিকাচ্যুত করে অনুৎপাদনশীল কোম্পানি হিসেবে। এই দুই কোম্পানিকে তালিকাচ্যুতির কারণে বৃহস্পতিবারে এই ক্যাটাগরির প্রায় সব কোম্পানির ক্রেতাশূন্য হয়ে যায়। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৪৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২.৩১ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৫ দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে কেডিএস এ্যাক্সেসরিজ লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৯ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১২৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমবি ফার্মা লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৬ দশমিক ৯২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৫ দশমিক ১৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপেক্স ট্যানারি, আরামিট, আইটি কনসালটেন্স, রেউইক যজ্ঞেশ্বর, ইবনে সিনা, স্টাইল ক্রাফট, আমান ফিড লিমিটেড। গত সপ্তাহে দরপতনের শীর্ষে রয়েছে এশিয়া প্যাসেফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির ২১ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডাইং এ্যান্ড মেনুফ্যাকচারিং লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৮১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানির মধ্যে, প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স, বেলিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট, আইডিএলসি ফাইন্যান্স, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, বসুন্ধরা পেপার, আরএকে সিরামিক এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩৬৬ কোটি টাকার লেনদেন হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৪২ শতাংশ কমেছে। আর সিএসইতে হাত বদল হওয়া ২৯১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, শেয়ার দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।
×