ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার তুঙ্গে

প্রকাশিত: ০৫:৪৬, ২১ জুলাই ২০১৮

  আড়াইহাজারে দুই পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রচার তুঙ্গে

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভা নির্বাচন বেশ জমে উঠেছে। দিনরাত মেয়র ও কাউন্সিলর পার্থীরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। করছে গণসংযোগ, পথসভা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। আগামী ২৫ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ৪ মেয়র প্রার্থী ও ১৮টি ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২৩ জন ও সাধারণ কাউন্সিল পদে ৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার সরগম হয়ে উঠেছে সমগ্র নির্বাচনী এলাকা। এ দুটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা ভোর থেকে গভীররাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোট প্রার্থনা করে ঘুরে বেড়াচ্ছে। তাদের সঙ্গে সঙ্গে সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিল প্রার্থীরাও নিজেদের জয় লাভের আশায় ব্যস্ত প্রচার চালিয়ে যাচ্ছে। তারা পাড়া, মহল্লায়, বাজারে, রাস্তার পাশে দোকানে অফিসে ব্যবসা প্রতিষ্ঠানে তাদের প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করছেন। আনাচে-কানাচে ঝুলছে পোস্টার। হাট-বাজার রাস্তা ঘাটে বাতাসের সঙ্গে দুল খাচ্ছে বিভিন্ন প্রার্থীর প্রতীক সম্মলিত পোস্টার। সর্বত্রই এখন নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে। জানা গেছে, আড়াইহাজার পৌরসভায় আওয়ামী লীগের (নৌকা) মেয়র প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী মিয়া ও বিএনপি দলীয় (ধানে শীষ) প্রার্থী হয়েছেন পারভীন আক্তার। আড়াইহাজার পৌরসভা এলাকায় মোট ভোটার ২০ হাজার ৭শ’ ৪৭ জন। ভোট কেন্দ্র ৯টি। পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিণ নারী কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও গোপালদী পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী (নৌকা) হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম সিকদার ও বিএনপি দলীয় মেয়র প্রার্থী (ধানের শীষ) হয়েছেন মুশফিকুর রহমান মিলন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৩শ’ ২৮ জন। ভোট কেন্দ্র ১১টি। ৯টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আড়াইহাজার পৌরসভার মেয়র পদে আওয়ামী দলীয় প্রার্থী সুন্দর আলী মিয়া জানান, আমার লক্ষ্য আড়াইহাজার পৌরসভা একটি সুন্দর, আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা প্রতিষ্ঠা করা। যাতে দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য সঠিক সেবা দেয়াই তার প্রধান কাজ হবে। একই পৌরসভার মেয়র পদে বিএনপি দলীয় প্রার্থী পারভীন আক্তার জানান, বিগত দিনে আড়াইহাজার পৌরবাসী নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। তিনি নির্বাচিত হলে আড়াইহাজার পৌরবাসীকে ভাল সেবা দিয়ে ঝকঝকে পৌরসভা উপহার দিবেন। অপরদিকে গোপালদী পৌরসভার আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ হালিম সিকদার বলেন, অতীতের মতো সারা জীবন গোপালদী পৌরবাসীর সঙ্গে থেকে তাদের সুখ-দুঃখের সাথী হতে চাই। তিনি জানান, গোপালদীবাসীর ভোটে মেয়র নির্বাচিত হয়ে এলাকার ব্যাপক উন্নয়ন করেছি এবং পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করেছি। এবারও পৌরবাসী তার পক্ষেই রয়েছে উল্লেখ করে জানান, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবে। এদিকে গোপালদী পৌরসভার বিএনপি দলীয় মেয়র প্রার্থী মুশফিকুর রহমান মিলন ভোটারদের উন্নত নাগরিক সুবিধা ও পরিচ্ছন্ন গোপালদী এলাকা গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন। আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, এ পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের সকল প্রস্তুতি নিয়ে রেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুর রহমান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। নির্বাচন উপলক্ষে বিজিবি ১ প্লাটুন, র‌্যাব ৪ টিম ও মোবাইল টিম ৩টি ও স্টাকিং ফোর্স মোতায়েন থাকবে ১ টিম।
×