ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এসকে ট্রিমসের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৫:০৭, ১৫ জুলাই ২০১৮

 এসকে ট্রিমসের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজের লেনদেন আজ রবিবার শুরু হবে। ওইদিন দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ঝকঞজওগঝ। আর কোম্পানি কোড হবে ৯৯৬৪২। গত ৮ জুলাই কোম্পানির লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসেবে জমা হয়েছে। এর আগে গত ১২ জুন রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি অনুষ্ঠিত হয়। গত ১৪ থেকে ২২ মে আইপিও আবেদন গ্রহণ করা হয়। ত ১০ এপ্রিল কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকে আবেদন গ্রহণের সম্মতিপত্র পায়। আর ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। এসকে ট্রিমস এ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৭৯ পয়সা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩১ পয়সা।
×