ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড্রাগন সোয়েটারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

প্রকাশিত: ০৬:১৮, ১০ জুলাই ২০১৮

ড্রাগন সোয়েটারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি ড্রাগন সোয়েটারের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির নেপথ্যে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের চিঠির জবাবে এমন তথ্য দিয়েছে কোম্পানিটি। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ড্রাগন সোয়েটার। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৭ পয়সা ও শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ১৫ টাকা ৯৪ পয়সায় দাঁড়িয়েছে। ৩০ জুন সমাপ্ত ২০১৬ হিসাব বছরে ১৮ মাসের আর্থিক প্রতিবেদন অনুমোদন করে কোম্পানিটির পর্ষদ। সে বছরে ১৫ শতাংশ স্টক পায় এর শেয়ারহোল্ডাররা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ২৭ পয়সা ও এনএভিপিএস ১৬ টাকা ৮৪ পয়সা। চলতি হিসাব বছরের তৃতীয় (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৬ পয়সা। ৩১ মার্চ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৫ টাকা ৬২ পয়সায়। প্রথম তিন প্রান্তিকে (জুলাই, ২০১৭-মার্চ, ২০১৮) ১ টাকা ৭৫ পয়সা ইপিএস দেখিয়েছে কোম্পানিটি। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪ পয়সা। পুঁজিবাজারে ২০১৬ সালে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটারের ১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে এর পরিশোধিত মূলধন ১৩২ কোটি ২৫ লাখ টাকা। রিজার্ভ ৫০ কোটি ৩২ লাখ টাকা। কোম্পানির ৩৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ারই এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ২৬ দশমিক ৬৫ ও বাকি ৩৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×