ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকের শেয়ার মূল্য সর্বকালের সর্বোচ্চ

প্রকাশিত: ০৬:৪৭, ৯ জুলাই ২০১৮

ফেসবুকের শেয়ার মূল্য সর্বকালের সর্বোচ্চ

কেমব্রিজ এ্যানালিটিকা ডেটা কেলেঙ্কারি থেকে শুরু কর একের পর এক নানা প্রাইভেসি উদ্বেগ জন্ম দিয়ে সমালোচক আর নীতিনির্ধারকদের চাপ সামলাতে ফেসবুক হিমশিমই খেয়ে যাচ্ছে বলা চলে। কিন্তু বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির শেয়ারমূল্য দেখলে এমনটা বোঝার উপায় নেই। শুক্রবার লেনদেন শেষ হওয়া পর্যন্ত হিসাবে প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ছিল ২০২.২৩ ডলার, যার সর্বকালের সর্বোচ্চ। মার্কিন সাময়িকী ফরচুন-এর প্রতিবেদন মতে, ডেটা নিরাপত্তা লঙ্ঘন নিয়ে মার্কিন আর ইউরোপীয় সরকারগুলোর কড়া তদন্তের মুখে থাকা এই সময়ে বিনিয়োগকারীরা এই সামাজিক মাধ্যমের শেয়ার পছন্দ করছে। সম্প্রতি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট সরাসরি সম্প্রচারের চুক্তি করেছে ফেসবুক। এই খবরে বিনিয়োগকারীরা খুশি হয়েছেন বলে উল্লেখ করা হয় আইএএনএস-এর প্রতিবেদনে। -অর্থনৈতিক রিপোর্টার
×