ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফুটবলের টুকরো খবর ...

প্রকাশিত: ০৭:১২, ৬ জুলাই ২০১৮

বিশ্বকাপ ফুটবলের টুকরো খবর ...

কাভানি-সুয়ারেজ অনিশ্চিত শেষ আটের ম্যাচে ॥ শুক্রবার ফ্রান্স বনাম উরুগুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে রাশিয়া বিশ্বকাপ ফুটবলের তৃতীয় পর্ব, অর্থাৎ কোয়ার্টার ফাইনালের খেলা। এই ম্যাচের আগে উরুগুয়ে পড়েছে গভীর সঙ্কটে। কেননা তাদের প্রধান দুই ফরোয়ার্ড এডিনসন কাভানি এবং লুইস সুয়ারেজ চোটগ্রস্ত। দ্বিতীয় রাউন্ডে কাভানির অসাধারণ জোড়া গোলে উরুগুয়ে ২-১ গোলে হারায় পর্তুগালকে। ম্যাচের ৭০ মিনিটে পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন কাভানি। অনুশীলন করার সময় ডান পায়ে টান লাগে বার্সা তারকা সুয়ারেজের। সঙ্গে সঙ্গেই মাঠ থেকে উঠে যান তিনি। এখন দেখার বিষয়, চোট কাটিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে ফিরতে পারেন কি না সুয়ারেজ-কাভানি। নেইমারকে চোটে ফেলা সেই জুনিগার অবসর ॥ মনে আছে, ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গুরুতর ফাউল করে ব্রাজিলের নেইমারের বিশ্বকাপে খেলা শেষ করে দিয়ে তাকে মাঠছাড়া করেছিলেন কলম্বিয়ান উইং ব্যাক হুয়ান কামিলো জুনিগা? ৩২ বছর বয়সী সেই জুনিগা বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। জুনিগা কলম্বিয়ার হয়ে সর্বশেষ ৬১তম ম্যাচটি খেলেছিলেন ২০১৫ সালে। করেছেন মাত্র একটি গোল। সেটি উরুগুয়ের বিরুদ্ধে, ২০১২ সালে, বিশ্বকাপ বাছাইপর্বে। নিজ দেশের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি কলম্বিয়া জিতেছিল ৪-০ গোলে। ফুটবল নয়, পুরুষদের খেলা হচ্ছে আইস হকি ॥ রবার্ট লিন্ডস্টেড। বয়স ৪১। দেশ সুইডেন। খেলেন লন টেনিস। এ পর্যন্ত ক্যারিয়ারের সেরা সাফল্যÑ অস্ট্রেলিয়ান ওপেনে একবার দ্বৈতে চ্যাম্পিয়ন এবং উইম্বল্ডন ওপেনে তিনবার দ্বৈতে রানার্সআপ হওয়া। বিশ্বজুড়ে এখন চলছে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। তাতে আচ্ছন্ন রবার্টও। তার দেশ সুইডেন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের। আর সেই ইংল্যান্ডেই এখন উইম্বল্ডন খেলায় ব্যস্ত তিনি। নিজ দেশের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি রবার্ট মজা করে বলেছেন, ‘ফুটবল নয়, প্রকৃত পুরুষদের খেলা হচ্ছে আইস হকি!’
×