ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ৮ মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৬:৫৪, ৬ জুলাই ২০১৮

পুঁজিবাজারে ৮ মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সূচকের মাঝারি ধরনের উত্থানে বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক অর্ধশত পয়েন্ট বেড়েছে। আর লেনদেন সাড়ে সাত মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৩ লাখ টাকার। ডিএসইর বৃহস্পতিবারের লেনদেন আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৭ সালের ২৭ নবেম্বর লেনদেন হয়েছিল ৯২৮ কোটি টাকা। অপর শেয়ারবাজার সিএসইতে লেনদেন বেড়েছে। সিএসইতে ১৩৫ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭২ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৩ কোটি টাকার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৬ ও ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২৬১ ও ১ হাজার ৯২৬ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৭, সিএসই-৩০ সূচক ৮৬, সিএসসিএক্স ৯০ এবং সিএসআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৪, ১৪৮২৫, ৯৯৮৩ ও ১১২১ পয়েন্টে। ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আর সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৭৫টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির দর। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ বসুন্ধরা পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফরচুন সুজ, আরএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, বিবিএস কেবল, মুন্নু সিরামিক, বেক্সিমকো, আনোয়ার গ্যালভানাইজিং ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, জিকিউ বলপেন, লিগ্যাসি ফুটওয়ার, বিবিএস কেবল, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, আমান ফিড, প্যাসির্ফিক ডেনিম ও পিপলস লিজিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলোÑ দুলামিয়া কটন, আরামিট লিমিটেড, এমবে ফার্মা, ইস্টার্ন ইন্স্যুরেন্স, লিব্রা ইনফিউশন, কুইন সাউথ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, স্ট্যান্ডার্ড সিরামিক ও কে এ্যান্ড কিউ।
×