ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনালী ব্যাংকের ডিএমডি হিসেবে কামরুজ্জামান চৌধুরীর যোগদান

প্রকাশিত: ০৬:৪৩, ৪ জুলাই ২০১৮

সোনালী ব্যাংকের ডিএমডি হিসেবে কামরুজ্জামান চৌধুরীর যোগদান

কামরুজ্জামান চৌধুরী ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে বদলি হয়ে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। এর আগে তিনি সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার পদ থেকে পদোন্নতি লাভ করে রূপালী ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদে যোগদান করেন। তিনি সোনালী ব্যাংকে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৪ সালে সোনালী ব্যাংকে ফিন্যান্সিয়াল এনালিস্ট (সিনিয়র অফিসার) হিসাবে যোগদান করেন তিনি। দীর্ঘ কর্মময় জীবনে তিনি সোনালী ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট, শাখা ব্যবস্থাপক, কর্পোরেট শাখা প্রধান, জিএম অফিস রংপুর, রাজশাহী, ঢাকা-১ এবং ঢাকা-২ এর প্রধান হিসাবে ব্যাংকিং কর্মকা- পরিচালনা করেন। -বিজ্ঞপ্তি রাকাবের ৪০ কোটি টাকা মুনাফা অর্জন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) গেল ২০১৭-২০১৮ অর্থবছরে রেকর্ড ৪০ কোটি ৩৮ লাখ টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। ২০১৬-২০১৭ অর্থবছরের তুলনায় মুনাফার এই পরিমাণ প্রায় ২৭ কোটি টাকা বেশি। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রাকাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। রাকাবকে মুনাফা অর্জনকারী এবং স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অর্থবছরের শুরুতেই ১৯৫০ কোটি টাকা ঋণ বিতরণ ও ১৮০০ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
×