ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি ১২ শতাংশ

প্রকাশিত: ০৪:১৭, ৩ জুলাই ২০১৮

চট্টগ্রাম বন্দরে পণ্য হ্যান্ডলিংয়ের প্রবৃদ্ধি ১২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান সমুদ্রবন্দর ২০১৭-১৮ অর্থবছরে ২৮ লাখ ৮ হাজার ৫৫৪ টিইইউ’স (২০ ফুট লম্বা) কন্টেনার হ্যান্ডলিং করেছে, যা আগের যে কোন সময়ের চেয়ে বেশি। গত অর্থবছরে কন্টেনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ২৫ লাখ ৩ হাজার ৪৭১ টিইইউ’স। সে তুলনায় এ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দর কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে ৩ লাখ ৫ হাজার ৮৩ টিইইউ’স। প্রবৃদ্ধি ১২ দশমিক ১৯ শতাংশ। বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আইএসডি, পানগাঁও, বাল্ক, বহির্নোঙ্গর, জেটিতে খোলাপণ্য (বাল্ক) ও কন্টেনারে আনা পণ্য মিলে ২০১৭-১৮ অর্থবছরে হ্যান্ডলিং করেছে ৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার ২২৮ মেট্রিক টন। এর আগের অর্থবছরে যা ছিল ৭ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৫১৯ মেট্রিক টন। পণ্য হ্যান্ডলিং বেড়েছে ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৭০৯ মেট্রিক টন। প্রবৃদ্ধি ১৬ দশমিক ১৮ শতাংশ। চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) গোলাম ছরওয়ার জানান, বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি এবং বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্টেক হোল্ডারের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
×