ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এ বছর পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ৪ হাজার কোটি ডলার

প্রকাশিত: ০৪:১৪, ৩ জুলাই ২০১৮

এ বছর পণ্য রফতানির লক্ষ্যমাত্রা ৪ হাজার কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন অর্থবছরে পণ্য রফতানি করে ৪০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। যদিও গেল অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে খানিকটা পিছিয়ে মোট রফতানি আয়। তবে প্রত্যাশার চেয়ে বেশি আয় এসেছে রফতানির শীর্ষ খাত তৈরি পোশাক থেকে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বৈশ্বিক প্রবৃদ্ধি ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে নতুন অর্থবছরে রফতানির এই লক্ষ্যমাত্রা অর্জন খুব বেশি কঠিন হবে না। অর্থনীতিতে বহির্খাত থেকে আয়ের সবচেয়ে বড় উৎস রফতানি। যা বছর ব্যবধানে ৮ শতাংশ বাড়িয়ে চলমান অর্থবছরের জন্য ধরা হয় সাড়ে ৩৭ বিলিয়ন ডলার। এর বিপরীতে ১১ মাসে এসেছে পৌনে ৩৪ বিলিয়ন। তাই, পুরো লক্ষ্যমাত্রা অর্জনে বাকি এক মাসে আয় করতে হবে ৩ বিলিয়ন ডলারের বেশি। যদিও, প্রত্যাশার চেয়েও রফতানি বেড়েছে সবচেয়ে বড় খাত তৈরি পোশাকে। এমন বাস্তবতায় আসছে অর্থবছরে ৪০ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করতে চায় সরকার। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, এই লক্ষ্য অর্জন সম্ভব। তবে তা নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতি এবং অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর। এই আয়ের মধ্যে সাড়ে ৩৩ বিলিয়ন ডলারই আনতে হবে তৈরি পোশাক খাত থেকে। যা চলতি অর্থবছরের চেয়ে ১১ শতাংশ বেশি। এছাড়া, চামড়া ও চামড়াজাতপণ্য থেকে আয় বাড়ানোর লক্ষ্যও ধরা হয়েছে প্রায় তিন শতাংশ। আয়ের লক্ষ্য বাড়ানো হয়েছে পাট ও পাটজাতপণ্য, ওষুধ এবং কৃষিপণ্যের ক্ষেত্রেও। পণ্যের বাইরে সেবা খাত থেকেও নতুন অর্থবছরে আয়ের লক্ষ্য থাকছে সাড়ে চার বিলিয়ন ডলার।
×