ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শনিবার ব্যাংকের শাখা ও আয়কর অফিস খোলা

প্রকাশিত: ০০:০৩, ২৮ জুন ২০১৮

শনিবার ব্যাংকের শাখা ও আয়কর অফিস খোলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৩০ জুন শনিবার সারাদেশে সকল ব্যাংকের শাখা ও আয়কর অফিস খোলা থাকবে। চলতি অর্থবছরের শেষদিন সাপ্তাহিক ছুটি হলেও সব হিসাব নিকাশ শেষ করতেই এমন সিদ্ধান্ত সরকারের। বৃহস্পতিবার (২৮ জুন) এবং বুধবার (২৭ জুন) এ সংক্রান্ত পৃথক দুইটি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন বিভাগ। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারী কোষাগারে জমা দেওয়ার সুবিধার্থে শনিবার দেশের সব তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, করদাতাদের আয়কর ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার জন্য চেক বা চালান অথবা পে- অর্ডার বা ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব ব্যাংকের শাখা খোলা রাখতে হবে। বৃহস্পতিবার এনবিআর এর আরেক নির্দেশনায় রাজস্ব আহরণের স্বার্থে আগামী শনিবার (৩০ জুন) জাতীয় রাজস্ব বোর্ডের অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×