ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে ক্রেতাশূন্য মুন্নু স্টাফলার্স

প্রকাশিত: ০৪:১০, ২৬ জুন ২০১৮

অবশেষে ক্রেতাশূন্য মুন্নু স্টাফলার্স

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার টানা ৬ কার্যদিবস উত্থান শেষে সোমবার পতন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার গত ৩ মাসের ধারাবাহিক উত্থানের মধ্যে সর্বোচ্চ পতন হয়েছে। তারপরও বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ার সর্বোচ্চ অবস্থানে রয়েছে। গত ১১ জুন বা ৬ কার্যদিবস টানা উত্থানে ছিল মুন্নু স্টাফলার্স। ওই সময় কোম্পানিটির শেয়ার দর বাড়ে ৯১৭ টাকা। তবে সোমবারের লেনদেনে এই টানা উত্থানের পতন হয়েছে। এদিন শেয়ার দর কমেছে ১৭৯ টাকা। যা গত ৩ মাসের ধারাবাহিক উত্থানের মধ্যে টাকার অঙ্কে সর্বোচ্চ পতন। এর আগে রবিবারের লেনদেনে মুন্নু জুট স্টাফলার্সের শেয়ারে রেকর্ড তৈরি হয়। ওইদিন কোম্পানিটির শেয়ার দর ১৭২.৬০ টাকা বেড়ে দাঁড়ায় ৩৬২৪.৭০ টাকায়। এর মাধ্যমে শেয়ারটি বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪০টি কোম্পানির মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে। এবং সোমবারের লেনদেনে বড় পতন সত্ত্বেও মুন্নু জুট সেই অবস্থান ধরে রেখেছে। সোমবারের ১৭৯ টাকা পতন শেষে মুন্নু জুটের শেয়ার দর দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৬ টাকায়। আর দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার দর রয়েছে ৩ হাজার ৪৪২ টাকায়। গত ৩ মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার ৭৫৫ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৪৪৬ টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে শেয়ার দর বেড়েছে ২৬৯১ টাকা বা ৩৫৬ শতাংশ।
×