ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতেও ওয়ালটন পণ্যের ব্যাপক বিক্রি

প্রকাশিত: ০৫:৩১, ২০ জুন ২০১৮

 ঈদের ছুটিতেও ওয়ালটন পণ্যের ব্যাপক বিক্রি

অর্থনৈতিক রিপোর্টার ॥ শনিবার ছিল ঈদ। এই সুযোগে পুরো সপ্তাহ জুড়েই থাকছে ঈদের আমেজ। তবে ঈদের আগের মতোই ঈদের পরেও ওয়ালটনের ফ্রিজ, টিভি, এয়ারকন্ডিশনারসহ অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। ঈদের ছুটি শেষে সোমবার থেকেই সারাদেশে খোলা ছিল ওয়ালটন প্লাজা। এছাড়া পরিবেশকদের শোরুমগুলো খোলা ছিল প্রায় সব দিনই। বিশেষ করে ঈদের সময় কেনা মাংস সংরক্ষণ, খাবার ও তরি-তরকারি সংরক্ষণ এবং ঠান্ডা পানির চাহিদা মেটাতে ফ্রিজের প্রয়োজন পড়েছে অনেকেরই। ফুটবল বিশ্বকাপের খেলা দেখতে টিভির চাহিদা সর্বত্রই। এছাড়া অসহনীয় গরমে এয়ারকন্ডিশন কিম্বা ফ্যানের জন্য ছুটেছেন অনেকেই। আর এই সুযোগে সবাই বেছে নিয়েছেন দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পণ্য। খুলনা অঞ্চলের সোনাডাঙ্গা, ডাকবাংলা, রূপসা, দৌলতপুর, খালিশপুর, পাইকগাছা ও গল্লামারী প্লাজার তথ্যানুসারে, ওইসব এলাকায় ওয়ালটন পণ্যের ভাল বিক্রি হয়েছে। তবে, ভ্যাপসা গরম ও সদ্য শুরু হওয়া ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিক্রির শীর্ষে রয়েছে ওয়ালটনের ফ্রিজ, এসি, টেলিভিশন, এয়ারকুলার, সিলিং ও রিচার্জেবল টেবিল ফ্যান। খুলনার গল্লামারী ওয়ালটন প্লাজার ম্যানেজার মোঃ জাকিরুল ইসলাম বলেন, ঈদের দিন ও এর পরের দু’দিন এই অঞ্চলে গরম বেশি পড়েছে। ফলে ওয়ালটনের ফ্রিজ, এয়ারকন্ডিশনার, এয়ারকুলার, সিলিং ও রিচার্জেবল টেবিল ফ্যান বেশি বিক্রি হয়েছে।
×