ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংককে এফবিসিসিআইর অভিনন্দন

প্রকাশিত: ০৫:৩১, ২০ জুন ২০১৮

 ইসলামী ব্যাংককে এফবিসিসিআইর অভিনন্দন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উন্নয়নের ক্রমবর্ধমান ধারাকে উৎসাহিত ও বেগবান করতে বিনিয়োগে ঋণের সুদের হার একক অঙ্কে (সিঙ্গেল ডিজিটে) নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক। এ কারণে ব্যাংটিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে এফবিসিসিআই। দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আবেদন এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় সাড়া দিয়ে বিনিয়োগ ঋণের সুদের হার আগামী ১ জুলাই ২০১৮ থেকে কমিয়ে আনায় ইসলামী ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যবসায়ী নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকেও বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জানান তারা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে অভিযাত্রার এ গৌরবময় মুহূর্তে দেশে যখন ব্যাপক ও বহুমাত্রিক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে তখন বিনিয়োগ এবং কর্মসংস্থানের অন্যতম পূর্বশর্ত বিনিয়োগে ঋণের সুদহার হ্রাস সমগ্র ব্যবসায়ী সম্প্রদায়কে উৎসাহিত করবে ও তাদের আস্থা বৃদ্ধি করবে। ইসলামী ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংকও ব্যবসা ও শিল্প-বান্ধব পরিবেশ সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং আমদানি-রফতানি কার্যক্রমকে গতিশীল করতে ঋণের সুদহার কমিয়ে আনবে বলে ব্যবসায়ী নেতৃবৃন্দ আশা করছেন। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এ বিষয়টিতে বিশেষ নজর রাখবে বলে আশা করছেন তারা।
×