ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চলতি মাসে বিও হিসাব কমেছে

প্রকাশিত: ০৫:২৭, ২০ জুন ২০১৮

চলতি মাসে বিও হিসাব কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত কিছুদিন ধরেই শেয়ারবাজারে টানা পতন চলছে। তবে এই পতনের মধ্যে নতুন বিও হিসাব খোলা থেমে থাকেনি। কিন্তু তবে ষষ্ঠ মাস অর্থাৎ জুন মাসের প্রথম ১২ দিনে শেয়ারবাজারে বিনিয়োগকারী না বেড়ে বরং কমেছে। অর্থাৎ এ সময়ে দুই হাজারের অধিক বিনিয়োগকারী শেয়ারবাজার থেকে বের হয়ে গেছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, মে মাসের শেষদিন শেয়ারবাজারে বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ৮৩ হাজার ৬১৯। কিন্তু অব্যাহত পতনে মাত্র ১২ দিনে শেয়ারবাজার থেকে ২ হাজার ১৮৪টি বিও হিসাব বন্ধ হয়ে গেছে। যার কারণে ১২ জুন বিনিয়োগকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ লাখ ৮১ হাজার ৪৩৫। মোট ২৭ লাখ ৮১ হাজার ৪৩৫ বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ২০ লাখ ৩২ হাজার ৮৪৮। মে মাসের শেষদিন পুরুষ বিনিয়োগকারী ছিল ২০ লাখ ৩৪ হাজার ৫৫৪। অর্থাৎ ১২ দিনের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী বাজার থেকে বের হয়েছে ১ হাজার ৭০৬। এই ১২ দিনে শেয়ারবাজার থেকে নারী বিনিয়োগকারী ৪৯২ জন কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৩৩৬ জনে। অর্থাৎ মে মাসের শেষ দিন নারী বিনিয়োগকারী ছিল ৭ লাখ ৩৬ হাজার ৮২৮। তবে জুনের ১২ দিনে কোম্পানি বিনিয়োগকারী বা কোম্পানি বিও ১৪টি বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৫১টিতে। মে’র শেষ দিন কোম্পানি বিও ছিল ১২ হাজার ২৩৭টি। এ সময়ে দেশে অবস্থানকারীরা বিনিয়োগকারীদের মধ্যে ২ হাজার ৯৭ জন শেয়ারবাজার থেকে বের হয়ে গেছে। যার কারণে ১২ জুন পর্যন্ত দেশী বিনিয়োগকারীর দাঁড়িয়েছে ২৬ লাখ ৪ হাজার ৬৯৩ জনে। মে মাসের শেষ দিন দেশী বিনিয়োগকারী ছিল ২৬ লাখ ৬ হাজার ৭৯০ জন। আর অব্যাহত পতনের কারণে প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে শেষ ১২ দিনে শেয়ারবাজার থেকে ১০১ জন তাদের বিও হিসাব বন্ধ করেছে। যার কারণে ১২ জুন পর্যন্ত প্রসাবী বিও হিসাবধারী দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৪৯১ জনে। মে মাসের শেষ দিন প্রবাসী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৬৪ হাজার ৫৯২ জন।
×