ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্ধেক ব্রাজিলিয়ানেরই বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই!

প্রকাশিত: ০৬:০০, ১৪ জুন ২০১৮

 অর্ধেক ব্রাজিলিয়ানেরই বিশ্বকাপ নিয়ে আগ্রহ নেই!

স্পোর্টস রিপোর্টার ॥ রাশিয়া বিশ্বকাপে হট ফেবারিট দল ব্রাজিল। হেক্সা মিশনে নেইমার, কুটিনহোদের নিয়ে বাংলাদেশে যত মাতামাতি তার ছিটে ফোঁটাও নেই খোদ ব্রাজিলে। বিশ্বকাপ নিয়ে এবার যে ব্রাজিলিয়ানদের আগ্রহ অনেক কম, এরই মধ্যে বিভিন্ন জরিপে সেটি প্রকাশ হয়েছে। সর্বশেষ ডাটাফোলার জরিপও বলছে, আসলেই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা নেই ব্রাজিলে। ডাটাফোলা বলছে ৫৩ শতাংশ ব্রাজিলিয়ানের আগ্রহ নেই রাশিয়া বিশ্বকাপ নিয়ে। গত জানুয়ারিতে যেটি ছিল ৪২ শতাংশ। অর্থাৎ ধীরে ধীরে নেইমারের দেশে বিশ্বকাপ নিয়ে আগ্রহ কমছে। দেশটির ৬১ শতাংশ নারী এই টুর্নামেন্ট নিয়ে ভাবছে না। অন্য এক জরিপে দেখা গেছে ১৪.৫ শতাংশ ব্রাজিলিয়ান জানেই না ২০১৮ বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাজিল দলের মার্চেন্ডাইজিং-পণ্য (জার্সি, স্কার্ফ, টুপি ইত্যাদি) বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, বিক্রি-বাট্টায় ভাটা চলছে। ব্রাজিল দলের স্মারক জার্সি কিংবা স্কার্ফ কেনায় কারও তেমন আগ্রহ নেই। অথচ বাছাইপর্বে দুর্দান্ত খেলেই বিশ্বকাপে পা রেখেছে ব্রাজিল। তিতের স্কোয়াডে তো তারকারও অভাব নেই। তবুও কেন ব্রাজিলিয়ানরা খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না এই বিশ্বকাপ নিয়ে? হঠাৎ করেই ব্রাজিলবাসীর বিশ্বকাপের প্রতি আগ্রহ কমে যাওয়ার নেপথ্যে রয়েছে দেশটির ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, রাজনীতিবিদদের দুর্নীতি, রাজনীতিকদের নানা কেলেঙ্কারি, মোটর শ্রমিকদের ধর্মঘট। এত নেতিবাচক সংবাদের ভিড়ে বিশ্বকাপ আনন্দের ঢেউ তুলতে পারছে না ব্রাজিলিয়ানদের মনে। আবার গত বিশ্বকাপে নিজ দেশে জার্মানির কাছে লজ্জাজনক পরাজয়ের পর ব্রাজিলিয়ানদের আর সেভাবে বিশ্বকাপ টানছে না। এই অবস্থায় নেইমার, কুটিনহোদের পায়ের জাদুই পারে ঘুমন্ত ব্রাজিলিয়ানদের জাগিায়ে তুলতে। হেক্স জয়ের মিশনে শৈল্পিক ফুটবলই পারে উন্মাদনাটা ফিরিয়ে আনতে।
×