ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ ফুটবলের আঁচ টেলিভিশন বাজারে

প্রকাশিত: ০৪:২৭, ১১ জুন ২০১৮

বিশ্বকাপ ফুটবলের আঁচ টেলিভিশন বাজারে

বিশ্বকাপ ফুটবলের আঁচ লেগেছে দেশের টেলিভিশন বাজারে। একে তো বিশ্বকাপ তার ওপর ঈদ দুই উৎসবকে সামনে রেখে নতুন টিভি কেনার ধুম চলছে। চাহিদা বাড়ায় টেলিভিশনের ওপর বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। গোল পোস্টের দিকে তীক্ষè নজর রাজনের। গোল করতে পারলেই পাবেন কুপন, সেই কুপনের বিজয়ী হলে মিলবে ইন্দোনেশিয়া বা থাইল্যান্ড যাওয়ার সুযোগ। তবে, গোল করার সুযোগটি পাওয়া যাবে টেলিভিশন কিনলে। ক্রেতারাও এমন সুযোগ দেখে ভিড় করছেন শোরুমগুলোতে। রাজধানীর উত্তরা, বায়তুল মোকাররমসহ দেশী-বিদেশী ব্রান্ডের শোরুমে একই চিত্র। ক্রেতারা বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বন্ধু বান্ধব পরিবারের সবাই মিলে খেলা দেখার জন্যে টিভি কিনছি। স্যামসাং ইলেক্ট্রনিক্সের মার্কেটিং ম্যানেজার মোঃ নাহিদ হাসান বলেন, আমরা যে কোন টিভির ক্ষেত্রে মিনিমাম ৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা ছাড় দিচ্ছি। কাস্টমার ১৯৯০০ টাকার মধ্যেই ৩২ ইঞ্চি টিভি কিনতে পারছেন। -অর্থনৈতিক রিপোর্টার
×