ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চালের শুল্ক বৃদ্ধির প্রভাব পড়ছে বাজারে

প্রকাশিত: ০৪:২৫, ১১ জুন ২০১৮

চালের শুল্ক বৃদ্ধির প্রভাব পড়ছে বাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাজেটে চাল আমদানিতে ২৮ শতাংশ শুল্ক পুনর্বহালের প্রভাব পড়েছে নওগাঁর বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা চাল খালাস কিংবা ধান কেনার ক্ষেত্রে বেকায়দায় পড়েছেন তারা। ব্যবসায়ী নেতাদের পরামর্শ, হঠাৎ করে না বাড়িয়ে মৌসুমের শুরুতে সহনীয় মাত্রায় শুল্ক বাড়ানো উচিত। ৭ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০১৮-১৯ অর্থবছরের যে বাজেট পেশ করেছেন, সেখানে চাল আমদানিতে ২৮ শতাংশ শুল্ক পুনর্বহালের প্রস্তাব করেছেন। শুল্ক বাড়ানোর এই ঘোষণায় হতাশ ব্যবসায়ীরা। কারণ বেশি লাভের আশায় অনেকেই আগের শুল্কে চাল আমদানি করেছেন। কিন্তু বর্তমানে ধার্যকৃত রেটে বন্দর থেকে চাল খালাস করতে গিয়ে তাদের লোকসান গুনতে হচ্ছে। গত দুদিনে ধানের দামও বেড়েছে মন প্রতি এক থেকে দেড় শ’ টাকা। নওগাঁ স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, কেজিতে প্রতিটি চালের দাম বেড়েছে তিন টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিন ধরেই তাদের বেশি দামের চাল কিনতে হচ্ছে। ব্যবসায়ী নেতারা বলছেন, ‘চাল আমদানি নিরুৎসাহিত করা, অর্থাৎ দেশীয় কৃষকের কথা মাথায় রেখে শুল্ক বাড়ানোর যৌক্তিকতা আছে। তবে সেটি ব্যবসায়ীদের মেরে নয়।’ চাল আমদানিতে ২৮ শতাংশ শুল্ক পুনর্বহালের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বাজারে। তাই বাজার নিয়ন্ত্রণে সরকারের কড়া নজরদারি চান ভোক্তারা।
×