ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাদালের ৯০০তম জয়ে অনন্য রেকর্ড

প্রকাশিত: ০৭:১৬, ৬ জুন ২০১৮

নাদালের ৯০০তম জয়ে অনন্য রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ আরেকটি ফ্রেঞ্চ ওপেন জেতার পথে রয়েছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। উঠেছেন কোয়ার্টার ফাইনালে। চতুর্থ রাউন্ডে বিশ্বের এই এক নম্বর তারকা ৬-৩, ৬-২, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে দেন বিশ্বের ৭০ র‌্যাঙ্কিংধারী জার্মান তারকা ম্যাক্সিমিলিয়ান মার্টারারকে। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারের ৯০০তম ম্যাচ জেতা হয়ে গেছে নাদালের। আর গ্র্যান্ডস্লামে ২৩৪ ম্যাচ জিতে জিমি কনোর্সের রেকর্ডকে পেছনে ফেলেছেন। তবে গ্র্যান্ডস্লামে সর্বাধিক জয়ের তালিকায় এখন সর্বকালের সেরাদের তালিকায় তিনে নাদাল। এর আগেরদিনই নিজের ৩২তম জন্মদিন পালন করেছেন তিনি। তবে নাদাল জানিয়েছেন এখনও নিজেকে বিন্দুমাত্র বুড়ো ভাবছেন না তিনি। মাত্র দুদিন আগেই রোল্যাঁ গাঁরোতে সর্বাধিক ১২ বার শেষ আটে ওঠার রেকর্ড গড়েছিলেন সার্বিয়ার তারকা নোভাক জোকোভিচ। সেই রেকর্ড স্পর্শ করেছেন নাদালও। তবে সর্বাধিক ১০ বার ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতার রেকর্ড ঠিকই নাদালের দখলে। এবার ১১তম শিরোপা জেতার পথে দ্রুতই এগিয়ে চলেছেন তিনি। চতুর্থ রাউন্ডে জেতার মাধ্যমে তিনি গ্র্যান্ডস্লামে ২৩৪ ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন, পেছনে ফেলেছেন কিংবদন্তি কনোর্সকে। এখন গ্র্যান্ডস্লামে সর্বাধিক জয়ের রেকর্ডে তার নাম তিন নম্বরে। নিজের সন্তুষ্টি প্রকাশ করে নাদাল বলেন, ‘আমি বিন্দুমাত্র বুড়ো বোধ করছি না। আমি সবেমাত্র ৩২ এবং এখানে আমি ২০০৩ থেকেই আসছি। সে জন্য এটিকে অনেক দীর্ঘ মনে হচ্ছে, কারণ অনেকগুলো বছর পেরিয়েছে। খুবই ছোট থাকতে শুরু করেছিলাম। এটাই বাস্তব বিষয়। কিন্তু এরপরও এখানে আসতে পেরে আমি খুবই সন্তুষ্ট।’ চতুর্থ রাউন্ডে জেতার পর ১৬ গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল রোল্যাঁ গাঁরোতে টানা ৩৭ ম্যাচ জিতলেন। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত বিয়র্নবোর্গ টানা ৪১ ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন ফ্রেঞ্চ ওপেনে। সেটি এখনও অটুট। তবে শিরোপা জিততে পারলে ব্যবধানটা আরও কমিয়ে আনতে পারবেন নাদাল। সেক্ষেত্রে বোর্গের সঙ্গে তার ব্যবধান থাকবে মাত্র ১।
×