ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চেন্নাই-হায়দরাবাদ শিরোপা লড়াই আজ

প্রকাশিত: ০৭:১১, ২৭ মে ২০১৮

চেন্নাই-হায়দরাবাদ শিরোপা লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এগারোতম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ও কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ সাতটায়। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হিসেবে কোয়ালিফায়ার-১এ এই হায়দরাবাদকে হারিয়েই ফাইনালে উঠে আসে চেন্নাই। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে মাত্র ২ উইকেটে হেরে গেলেও কোয়ালিফায়ার-২এ কলকাতা নাইট রাইডার্সকে ১৪ রানে হারিয়ে ঠিকই ফাইনালে উঠে আসে হায়দরাবাদ। ইডেন গার্ডেন্সের ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই আলো ছড়িয়ে নায়ক বনে যান রশীদ খান। শিরোপা নির্ধরনী ম্যাচে আজও সেনসেশনাল এই আফগান লেগস্পিনারদের দিকে তাঁকিয়ে থাকবে দলটি। ফ্র্যাঞ্চাইজিটির আশার আলো হতে পারেন টুর্নামেন্ট জুড়ে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখানে বাংলাদেশী তারকা সাকিব আল হাসানও। দলটির বোলিং সত্যি দুর্ধর্ষ। অন্যদিকে বোলিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও চেন্নাইর ব্যাটিংটা আবার ভাল। যেখানে অধিনায়ক ধোনি পাচ্ছেন ইনফর্ম আমবাতি রাইডু, শেন ওয়াটসনকে। দু-জনই এবারের আসরে প্রায় সাড়ে চার শ’র মতো রান করেছেন। পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠেছিল কলকাতা ও রাজস্থান রয়্যালস। ঘরের মাঠ ইডেনেই এলিমিনেটর ম্যাচে রাজস্থানকে ২৫ রানে হারিয়ে কোয়ালিফায়ার-২এ উঠেছিল দীনেশ কার্তিকের কলকাতা। পরশু ফাইনালের টিকেট পাওয়ার লড়াইয়ে হায়দরাবাদকেও নাড়িয়ে দিয়েছিল তারা। এক পর্যায়ে মনে হচ্ছিল উলিয়ামসনরা দেড় শ’ রানও করতে পারবেন না। আট নম্বরে নেমে মাত্র ১০ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩৪ রানের এক ক্যামিও উপহার দেন রশীদ খান। শিখর ধাওয়ানের ৩৪ ও সাকিব আল হাসানের ২৮ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হায়দরাবাদ। পরে বল হাতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন রশীদ। সঙ্গে দুর্দান্ত ফিল্ডিংয়ে প্রতিপক্ষের এক ব্যাটসম্যানকে করেন রানআউট। অবধারিত ভাবে ম্যাচসেরও হন তিনি। আর সাকিব আল হাসান প্রতিপক্ষ অধিনায়ক দিনেশ কার্তিককে বোল্ড করে কলকাতার মেরুদ-টাই ভেঙ্গে দেন। এই দু-জনের সঙ্গে হায়দরাবাদের বোলিং আক্রমনে আছেন ভূবনেশ্বর কুমারের মতো পেসার। তবে দলটির চিন্তার নামা ব্যাটিং। ৮ হাফ সেঞ্চুরিতে টুর্নামেন্টের সর্বোচ্চ ৬৮৮ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসনের ওপর অনেক কিছু নির্ভর করছে। দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে হলে ৪ হাফ সেঞ্চুরিতে ৪৭১ রান করা ওপেনার শিখর ধাওনাকেও জ্বলে উঠতে হবে। আছেন ঋদ্ধিমান সাহা, দীপক হুদা, ইউসুফ পাঠান ও কার্লোস ব্রেথওয়েট। অন্যদিকে ব্যাটিংই চেন্নাইর শক্তির জায়গা। ৩ হাফ সেঞ্চুরিতে ৪৫৫ রান করা অধিনায়ক ধোনির ভরসার বড় জায়গা হতে পারেন আমবাতি রাইডু। ১ সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরির সাহায্যে আসরের চতুর্থ সর্বোচ্চ ৫৮৬ রান এই ভারতীয় ব্যাটসম্যানের। শেন ওয়াটসন, ফ্যাফ ডুপ্লেসিস ও সুরেশ রায়নার কথাও আলাদা করে বলতে হবে। বোলিংয়ে শার্দুল ঠাকুর, ডোয়াইন ব্রাভোর সঙ্গে আছেন লুঙ্গি এনগিদি ও রবিন্দ্র জাদেজা। আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই সর্বোচ্চ তিনবার (২০১৩, ২০১৫ ও ২০১৭) শিরেপা জয় করে। চেন্নাই (২০১০, ২০১১) ও কলকাতা (২০১২, ২০১৪) দুইবার। একবার করে শিরোপা গেছে রাজস্থান (২০০৮), ডেকান চার্জার্স (২০০৯) ও হায়দরাবাদের (২০১৬) ঘরে। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা চেন্নাইকে সপ্তম বারের মতো ফাইনালে তুলে আনলেন মহেন্দ্র সিং ধোনি! ভারতকে দু-দুটি বিশ্বকাপ জেতানো ‘ক্যাপ্টেন কুল’ও কিন্তু একটা ফ্যাক্টর!
×